IFA Shield: দুই বাংলাকে মেলাবে ফুটবল, ঐতিহ্যের শিল্ডে এবার বসুন্ধরা!

ভারতীয় ফুটবলে অন্য়তম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড। আগামী গোড়াতেই শুরু হবে এই টুর্নামেন্ট। কবে? জানুয়ারিতে।

Updated By: Sep 10, 2023, 11:32 PM IST
IFA Shield: দুই বাংলাকে মেলাবে ফুটবল, ঐতিহ্যের শিল্ডে এবার বসুন্ধরা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের হাত ধরে মেলবন্ধ ঘটতে চলেছে দুই বাংলার। কীভাবে? আগামী বছর আইএফএ শিল্ডে খেলতে দেখা যাবে বাংলাদেশের  বসুন্ধরা কিংস ও  ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আসতে পারে আরও একটি ক্লাব।

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: সুপার সিক্সের পথে এগোল মেরিনার্স, হৃদয়ে জিতলেন পিয়ারলেস গোলকিপার!

ভারতীয় ফুটবলে অন্য়তম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড। আগামী গোড়াতেই শুরু হবে এই টুর্নামেন্ট। কবে? জানুয়ারিতে। স্রেফ কলকাতা লিগই নয়, গত ২ মরশুমে আইএফএ শিল্ডেও খেলেনি মোহনবাগান। এবার অবশ্য খেলবে সবুজ-মেরুন।

এদিকে আইএফএ সচিব এখন বাংলাদেশে। এদিন ঢাকায়  বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান  ও  মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে আগামী বছর আইএফএ শিল্ডে খেলতে সম্মতি দিয়েছেন ২ ক্লাবের শীর্ষকর্তাই।

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: সেই বৃষ্টিই দিল ভেস্তে, রবির অসমাপ্ত গল্প সোমে, টানা তিন দিন খেলবে ভারত!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.