'ফিয়ারলেস' ক্রিকেট খেলতে চান, ইংল্যান্ডে টি-২০ সিরিজ শুরুর আগে বললেন বিরাট
মঙ্গলবার থেকেই আসল সফর শুরু টিম ইন্ডিয়ার।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড সফর শুরু করছে ভারতীয় দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের ওপর নয়, চাপ রয়েছে ইংল্যান্ডের ওপরেই। এভাবেই 'মাইন্ড গেমে' ব্রিটিশদের পাল্টা চাপ দেওয়ার কৌশল শুরু কোহলি অ্যান্ড কোম্পানির।
The two Captains pose with the silverware ahead of the T20I series against England.#ENGvIND pic.twitter.com/fRwbOb6Lse
— BCCI (@BCCI) July 2, 2018
শুধু তাই নয়, ইংল্যান্ড সফরে এবার 'ফিয়ারলেস' ক্রিকেট খেলতে চাইছে মেন ইন ব্লুজরা। আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আইরিশদের বিরুদ্ধে প্রস্তুতিটা ভাল মতোই সেরে নিয়েছে বিরাট ব্রিগেড। তবে মঙ্গলবার থেকেই আসল সফর শুরু টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন - ভুয়া ডিগ্রি! চাকরি খোয়াতে পারেন ভারতীয় ক্রিকেটার
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই রয়েছে টিম ইন্ডিয়া। বিরাটের কথাতেই তা স্পষ্ট। ক্যাপ্টেন কোহলি বলেন, "আমরা সবাই রিল্যাক্সড। দারুণ উপভোগ করছি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। ভাল দলকে তাদের কন্ডিশনে হারানো সব সময়েই আনন্দের। ২০১৬-১৭ সালে ইংল্যান্ড শেষবার ভারতে এসেছিল। সেবারও আমরা জিতেছিলাম। ঘরের মাঠে ইংল্যান্ড এবার নিশ্চয়ই সিরিজ জিততে চাইবে। আমাদের তাই ভয়ডরহীন ক্রিকেটই খেলতে হবে। আমাদের হারানোর তো কিছু নেই। আমাদের শুধু দল হিসেবে উন্নতি করতে হবে।"
"We believe we have the side to put up a great fight," says #TeamIndia captain @imVkohli on the eve of the 1st T20I against England pic.twitter.com/Hj7KRnWgcK
— BCCI (@BCCI) July 2, 2018
গতবার ইংল্যান্ড সফরে রান পাননি। এবারও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'টি টি-টোয়েন্টিতেই রানের মধ্যে নেই বিরাট কোহলি। তবে অনুশীলনে রিভার্স-সুইপের দিকে বেশি নজর রেখেছেন ভারত অধিনায়ক। ওল্ড ট্র্যাফোর্ডে মর্গ্যানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে কিন্তু ধোঁয়াশা রাখছেন বিরাট। তবে জয় দিয়েই বিলেতে সফর শুরু করতে চাইছে বিরাট ব্রিগেড।
Hello and welcome to Old Trafford Cricket Club, our venue for the first T20I against England.#ENGvIND pic.twitter.com/iVb72TLgsp
— BCCI (@BCCI) July 1, 2018