আন্তর্জাতিক ক্রিকেটে জাহিরের স্পেল শেষ

সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনি। সবার জমানাতেই তিনি ছিলেন পছন্দের তালিকায় এক নম্বরে। ২০১১ বিশ্বকাপে সর্বাধিক উইকেটসংগ্রহ করে দেশকে বিশ্বসেরা করেছিলেন। ভারতীয় বোলারদের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেওয়া জাহির খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। গত বছর ফেব্রুয়ারিতে শেষ বার দেশের জার্সিতে খেলেছেন জাহির। ‍‍১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে জাহির দ্বিতীয় ইনিংসে নিয়ে ছিলেন পাঁচ উইকেট। এরপর চোটের কবল থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি। জাহিরের কোচ বলছেন, ''এখনও জ্যাক ১২৫-১৩০ কিমি বেগে বল করতে পারে। কিন্তু সেরাটা দেওয়ার জন্য সেটা যথেষ্ট নয় বলেই ও সরে দাঁড়াল।''

Updated By: Oct 15, 2015, 12:34 PM IST
আন্তর্জাতিক ক্রিকেটে জাহিরের স্পেল শেষ

ওয়েব ডেস্ক: সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনি। সবার জমানাতেই তিনি ছিলেন পছন্দের তালিকায় এক নম্বরে। ২০১১ বিশ্বকাপে সর্বাধিক উইকেটসংগ্রহ করে দেশকে বিশ্বসেরা করেছিলেন। ভারতীয় বোলারদের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেওয়া জাহির খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। গত বছর ফেব্রুয়ারিতে শেষ বার দেশের জার্সিতে খেলেছেন জাহির। ‍‍১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে জাহির দ্বিতীয় ইনিংসে নিয়ে ছিলেন পাঁচ উইকেট। এরপর চোটের কবল থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি। জাহিরের কোচ বলছেন, ''এখনও জ্যাক ১২৫-১৩০ কিমি বেগে বল করতে পারে। কিন্তু সেরাটা দেওয়ার জন্য সেটা যথেষ্ট নয় বলেই ও সরে দাঁড়াল।''

৯২টি টেস্ট খেলে জাহির সংগ্রহ করেছেন ৩১১টি উইকেট। অনেকেই বলেন প্রতিভার প্রতি সুবিচার আর ফিটনসে ধরে রাখতে পারলে জাহিরের ৪০০ ক্লাবের সদস্য হওয়াটা বিশেষ অসুবিধা হওয়ার কথা ছিল না। ২০০টি ওয়ানডে খেলে নিয়েছেন ২৮২ উইকেট।

সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে তাঁর উত্থান শুরু। ধোনির সোনার দলে গুরুত্বপূর্ণ সদস্য। জাহির খানকে শুধু এটুকুতে বেধে রাখা যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় পেস বোলারদের যে সমস্যার মুখে পড়তে হয় জাহিরকে কখনই তা পড়তে হয়নি। সুন্দর চেহারার মালিক, অ্যাকশন নিখুঁত, মাপা ইয়র্কার, মারাত্মক স্যুইং সবই ছিল তাঁর ঝুলিতে। তাই তো কত পেসার ভারতীয় দলে এলেন আর গেলেন। কিন্তু জাহিরের বিকল্প হয়ে উঠতে পারেননি কেউ।

ফর্ম খারাপ হলেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন জাহির।

 

.