Sunderbans: বাঘে-মানুষে লড়াই, জঙ্গল থেকে বেঁচে ফিরলেন মহিলা

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।

Updated By: Nov 1, 2021, 05:34 PM IST
Sunderbans:  বাঘে-মানুষে লড়াই, জঙ্গল থেকে বেঁচে ফিরলেন মহিলা

নিজস্ব প্রতিবেদন: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়ছিলেন। সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসের জোরে প্রাণে বাঁচলেন মহিলা। মাথা ও দুই হাতে বসে গিয়েছে বাঘের নখ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস দ্বীপে কাছে, বিজিয়াড়া জঙ্গলে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার সত্যদাসপুরের বাসিন্দা কাজল মল্লিক। ৩০ অক্টোবর সুন্দরবনের কলস দ্বীপের কাছে  বিজিয়াড়া জঙ্গলে যান তিনি। সঙ্গী, স্বামী সুবল-সহ  আরও বেশ কয়েকজন। কেন? খাঁড়ি থেকে কাঁকড়া ধরতে। পরিকল্পনামাফিক কাঁকড়াও ধরেন তাঁরা। রবিবার সন্ধ্যায় নৌকাতেই ছিলেন সকলেই। মাথার উপর ছাউনি দেওয়া ছিল।

আরও পড়ুন:  Maldah: ফেসবুকে আলাপ থেকে সহবাস, বিয়ের দাবিতে যে কাণ্ড ঘটালেন প্রেমিকা!

তাহলে? আচমকাই নৌকার ছাউনির উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ! দক্ষিণরায়ের হামলার মুখে পড়েন কাজল। বাঘের নখ বসে যায় মাথা, দুই হাত, এমনকী নখেও। প্রাণ বাঁচাতে পালিয়ে যাননি কেউ। বরং পরিস্থিতি বেগতিক বুঝে লাঠি, শাবল নিয়ে বাঘটিকেই পাল্টা আক্রমণ করেন ওই মহিলার সঙ্গীরা। লাগাতার আক্রমণে শেষপর্যন্ত পালিয়ে যায় বাঘ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাজলকে আনা হয় পাথরপ্রতিমায়। সেখানকার একটি হাসপাতালে এখন চিকিৎসা চলছে তাঁর। 

আরও পড়ুন:   Maldah : গোপন অভিযানে ধৃত আগ্নেয়াস্ত্র সরবরাহকারী

এর আগে শনিবারও সুন্দরবনে কাঁকড়া ধরতে বাঘের কবলে পড়েছিলেন পঞ্চানন ভগতা নামে এক ব্যক্তি। তখন সঙ্গীরা নৌকা কাছে এগিয়ে গিয়েছেন। চিৎকার শুনে লাঠি নিয়ে তেড়ে আসেন ৭ জন মৎস্যজীবী। শুরু হয় বাঘে মানুষে খণ্ডযুদ্ধ। মরণবাঁচন লড়াইয়ের শেষে বাঘের হাত থেকে রক্ষা পান পঞ্চানন। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.