Panchayat Election 2023: ভাঙড়ে হিংসার বলি ২! মৃতের তালিকায় ১ তৃণমূলকর্মীও

বিডিও অফিসের সামনে মুড়ি-মুড়কির মতো বোমা, গুলি! বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালাতে দেখা যায় দুষ্কৃতীদের।

Updated By: Jun 15, 2023, 08:07 PM IST
Panchayat Election 2023:  ভাঙড়ে  হিংসার বলি ২!  মৃতের তালিকায় ১ তৃণমূলকর্মীও

দেবারতি ঘোষ: মনোনয়নের শেষদিনে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়। একজনের দেহ এখনও পড়ে রয়েছে রাস্তায়! মৃত্যু হল আরও এক গুলিবিদ্ধের। তাঁর দেহে পাওয়া গেল ৩ গুলি চিহ্ন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন।

জানা গিয়েছে, মৃতের নাম রশিদ মোল্লা। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় এলাকায়। তৃণমূলকর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এদিন ভাঙড়ে পানাপুকুর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর কলকাতায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে গেলে, রশিদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Panchayat Election 2023: একই আসনে মনোনয়ন জমা স্বামী-স্ত্রীর, বালুরঘাটে তৃণমূলের চিন্তা অন্তর্কলহ

আজ, বৃহস্পতিবার শেষদিন। ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান ISF-র একশোরও বেশি প্রার্থীরা। কিন্তু তখন বিডিও-র অফিসের সামনে কার্যত মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছে, সঙ্গে গুলিও! এমনকী, মুখে গামছা আর হাতে লাঠি নিয়ে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালাতে দেখা যায় দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ISF কর্মী মহিউদ্দিন মোল্লা। মাথায় গুলি লেগেছিল তাঁর। এবার সেই সংখ্যাটা বেড়ে হল ২।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.