প্রায় ৫৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, বিলকান্দার গেঞ্জি কারখানা থেকে উদ্ধার ৪ জনের দেহ

ঘটনাস্থলে আসছে ফরেন্সিক টিম।

Updated By: May 29, 2021, 12:09 PM IST
প্রায় ৫৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, বিলকান্দার গেঞ্জি কারখানা থেকে উদ্ধার ৪ জনের দেহ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে প্রায় ৫৭ ঘণ্টা পর নিউ ব্যারাকপুরের বিলকান্দায় অগ্নিদগ্ধ গেঞ্জি কারখানায় ঢুকতে পারল দমকল। কারখানায় ঢুকল বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার হল গেঞ্জি কারখানায় আটকে থাকা চারজনের দেহ। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক টিম।

জানা গিয়েছে, অমিত সেন, সুব্রত ঘোষ, স্বরূপ ঘোষ, তন্ময় ঘোষ নামে ওই গেঞ্জি কারখানার চার কর্মীর দেহ উদ্ধার হয়েছে। গত প্রায় তিন দিন ধরে যাঁরা কারখানার ভিতরে আটকে ছিলেন। দমকল সূত্রে খবর, দেহগুলো শনাক্তকরণের মতো অবস্থায় না থাকলেও, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ওই বিল্ডিংয়ের চামড় ভেঙে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই বাইরে জড়ো হওয়া উৎসুক জনতাকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে রেখেছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন: Weather Forecast: শনিবারও রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি! বাড়বে তাপমাত্রা

আরও পড়ুন: রায়গঞ্জেও Black Fungus!রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠালেন চিকিত্‍সকরা

বুধবার গভীর রাতে নিউ ব্যারাকপুরের বিলকান্দার গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের ২৪ ইঞ্জিনের তৎুরতায় প্রায় ৫০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই একই বিল্ডিংয়ের পিছনের দিকে ছিল একটি বেসরকারি হাসপাতাসের গুদাম। যেখানে মজুত ছিল প্রচুর স্যানিটাইজার। সেজন্য আগুন আরও ছড়িয়ে পড়ে বলে অনুমান দমকল কর্মীদের।  

.