Weather Forecast: শনিবারও রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি! বাড়বে তাপমাত্রা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকেও বাংলার একাধিক জেলায় বৃষ্টি হবে। 

Updated By: May 29, 2021, 09:25 AM IST
Weather Forecast: শনিবারও রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি! বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদন: প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে বাংলায় ইয়াসের তাণ্ডব শেষ। এখন বিধ্বস্ত এলাকাগুলি যুঝছে পরিস্থিতির সঙ্গে। তারমধ্যেই দুদিন টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা। সেই রেশ বজায় থাকবে শনিবারও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকেও বাংলার একাধিক জেলায় বৃষ্টি হবে। 

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, অব্যাহতি নয়, আলাপনকে নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে রাজ্য?

অন্যদিকে, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টি হবে। 

এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩৫ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতার তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

.