Rampurhat: CID পরিচয়ে বয়স্ক বৃহন্নলার 'চরম' সর্বনাশ, মহকুমা শাসকের বাড়ির সামনে এ কী কাণ্ড!

অভিযোগ, টোটো করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ পথ আটকায় দু'জন। 

Updated By: Apr 17, 2022, 05:10 PM IST
Rampurhat: CID পরিচয়ে বয়স্ক বৃহন্নলার 'চরম' সর্বনাশ, মহকুমা শাসকের বাড়ির সামনে এ কী কাণ্ড!

নিজস্ব প্রতিবেদন: সিআইডি (CID) অফিসার পরিচয় দিয়ে এক বয়স্ক বৃহন্নলার সর্বস্ব লুটের অভিযোগ। সোনার গয়না, নগদ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মহকুমা শাসকের বাস ভবনের সামনে।

জানা গিয়েছে, ওই বৃহন্নলার আনারকলি খাতুন। তিনি  রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রবিবার দুপুরে টোটো করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই সময় মহকুমা শাসকের বাস ভবনের সামনে তাঁর পথ আটকায়  দুই দুষ্কৃতী। তারা নিজেদের সিআইডি (CID) অফিসার বলে পরিচয় দেয়। এরপর আনারকলি খাতুনকে সোনার গয়না খুলতে বলে অভিযুক্তরা। বৃহন্নলার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, ব্যাগে থাকা ১৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। 

বাড়ি পৌঁছে তিনি দেখেন ব্যাগ ফাঁকা। সঙ্গে সঙ্গে বিষয়টি রামপুরহাট থানায় জানান আনারকলি খাতুন। অভিযোগ দায়ের করেন। রামপুরহাট থানার পুলিস তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.