অপসারিত দার্জিলিংয়ের এসপি অমিত জাভালগি, তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অখিলেশ চতুর্বেদী

মোর্চার জঙ্গি আন্দোলনে পাহাড় অশান্ত হয়ে ওঠার জের। আটচল্লিশ ঘণ্টার মধ্যে অপসারিত দার্জিলিংয়ের SP অমিত জাভালগি। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অখিলেশ চতুর্বেদী। আজ থেকেই নয়া দায়িত্বভার সামলাবেন তিনি। কলকাতা পুলিসের DC সেন্ট্রাল পদে কর্মরত ছিলেন অখিলেশ। গত বৃহস্পতিবার দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠকের দিনই, মোর্চার জঙ্গি আন্দোলনে বিক্ষোভ-অশান্তির আগুন জ্বলে ওঠে পাহাড়ে। অবস্থা সামাল দিতে কার্যত ঘাম ছুটে যায় পুলিসের। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়া মাত্রই হঠাত্‍ করে ভানু ভবনে ঢুকে পড়েন মোর্চা কর্মীরা। চলে পাথর ছোঁড়া।

Updated By: Jun 10, 2017, 08:53 AM IST
অপসারিত দার্জিলিংয়ের এসপি অমিত জাভালগি, তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অখিলেশ চতুর্বেদী

ওয়েব ডেস্ক: মোর্চার জঙ্গি আন্দোলনে পাহাড় অশান্ত হয়ে ওঠার জের। আটচল্লিশ ঘণ্টার মধ্যে অপসারিত দার্জিলিংয়ের SP অমিত জাভালগি। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অখিলেশ চতুর্বেদী। আজ থেকেই নয়া দায়িত্বভার সামলাবেন তিনি। কলকাতা পুলিসের DC সেন্ট্রাল পদে কর্মরত ছিলেন অখিলেশ। গত বৃহস্পতিবার দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠকের দিনই, মোর্চার জঙ্গি আন্দোলনে বিক্ষোভ-অশান্তির আগুন জ্বলে ওঠে পাহাড়ে। অবস্থা সামাল দিতে কার্যত ঘাম ছুটে যায় পুলিসের। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়া মাত্রই হঠাত্‍ করে ভানু ভবনে ঢুকে পড়েন মোর্চা কর্মীরা। চলে পাথর ছোঁড়া।

আরও পড়ুন অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

তার পর রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। পরের পর পুলিসের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ছাই হয়ে যায় পুলিসের বুথ। গোলাগুলির মতো ইটবৃষ্টি হয় পুলিসের ওপর। মুখ্যমন্ত্রী সহ ৩০ জন মন্ত্রীর উপস্থিতিতে পাহাড়ে এই পরিস্থিতি তৈরি হওয়ায়, স্বভাবতই প্রশ্নের মুখে পড়েন জেলা পুলিসকর্তারা। এমন কিছু ঘটতে পারে তা আগাম আঁচই করতে পারেননি SP। সূত্রের খবর, একারণেই রোষানলে পড়লেন তিনি। 

আরও পড়ুন  মুখ্যমন্ত্রীর অনুরোধে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের জন্য বিশেষ বিমানের বন্দোবস্ত

.