ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অভিযোগ, দিনের পর দিন ধরে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছেন তিনি।

Updated By: Sep 29, 2018, 08:17 PM IST
ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, তাঁদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগে প্রধানশিক্ষকের ঘরে ভাঙচুর চালাল গ্রামবাসী। পরে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনাটি ঘটেছে বীরভূমে।

আরও পড়ুন,স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, কলেজের সহপাঠীর সঙ্গে 'পরকীয়া', পরিণতি হল মর্মান্তিক

বীরভূমের নলহাটির একটি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম আশিষ কুমার মণ্ডল। অভিযোগ, দিনের পর দিন ধরে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছেন তিনি। শুক্রবারও একই ঘটনা ঘটে। বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করেন তিনি।

আরও পড়ুন, ঘরে নাতনি একা শুয়ে, রান্নাঘর পা দিয়েই ছেলে-বৌমাকে এঅবস্থায় দেখে হতভম্ব দাদু

এরপরই এদিন স্কুলে চড়াও হন গ্রামবাসীরা। প্রধান শিক্ষকের ঘরে ভাঙচুর চালানো হয়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোষী প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

.