হুগলির খন্যান স্টেশনে তিন ঘণ্টার বেশি সময় পড়ে রইলেন অসুস্থ এক ব্যক্তি

মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, আমাদের কলকাতা শহর কি হারিয়ে ফেলেছে, তার মানবিক রূপ? শহরের পথের পথিক কী তবে এবার জেলাও? কারণ, হুগলির খন্যান স্টেশনে ৩ ঘণ্টার বেশি সময় পড়ে রইলেন অসুস্থ এক ব্যক্তি। ফিরেও দেখলেন না ব্যস্ত মানুষ। আজ সকাল থেকেই স্টেশনে অসুস্থ হয়ে পড়ে ছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত যাত্রীদের একাংশই নজর করেন।

Updated By: May 15, 2017, 04:43 PM IST
হুগলির খন্যান স্টেশনে তিন ঘণ্টার বেশি সময় পড়ে রইলেন অসুস্থ এক ব্যক্তি

ওয়েব ডেস্ক: মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, আমাদের কলকাতা শহর কি হারিয়ে ফেলেছে, তার মানবিক রূপ? শহরের পথের পথিক কী তবে এবার জেলাও? কারণ, হুগলির খন্যান স্টেশনে ৩ ঘণ্টার বেশি সময় পড়ে রইলেন অসুস্থ এক ব্যক্তি। ফিরেও দেখলেন না ব্যস্ত মানুষ। আজ সকাল থেকেই স্টেশনে অসুস্থ হয়ে পড়ে ছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত যাত্রীদের একাংশই নজর করেন।

আরও পড়ুন পথে-স্টেশনে পড়ে থাকা অনাথ শিশুদের মুখে হাসি ফোটাচ্ছেন সিঙ্গুরের লক্ষ্মী দাস পাত্র

তাঁরা চাপ দেওয়াতেই রেলপুলিস ওই ব্যক্তিকে হাসপাতালে পৌছে দেয়।অসুস্থ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তিনি শুধু বলতে পেরেছেন তাঁর বাড়ি  হাওড়া-বর্ধমান মেন লাইনের দেবীপুরে। যা কিনা খন্যান থেকে কয়েকটি স্টেশন পরে।

আরও পড়ুন  ডিএসও-র বিক্ষোভে উত্তাল বাঁকুড়া জেলাশাসকের অফিস

.