Lok Sabha Election 2024 | ISF: জোটে জট! ৮ আসনে একতরফা প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর প্রচার শুরু করে দিয়েছেন। সেই শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় জোটে জট তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক মহল। নওশাদের যুক্তি আইএসএফ-এর জন্ম হয়েছে ফুরফুরা থেকে। সেই ফুরফুরা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে। এছাড়াও শ্রীরামপুরের লোকসভার চন্ডীতলা, জাঙ্গিপাড়া, ডোমজুড়, জগৎবল্লভপুরের মত অনেক জায়গায় আইএসএফ-এর শক্তি আছে।

Updated By: Mar 21, 2024, 07:08 PM IST
Lok Sabha Election 2024 | ISF: জোটে জট! ৮ আসনে একতরফা প্রার্থী ঘোষণা আইএসএফ-এর
নিজস্ব চিত্র

বিধান সরকার: শ্রীরামপুরে আসন সমঝোতা হল না! জোট বার্তা দিয়েও আটটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলো আইএসএফ। বাদ রইল নওশাদের দাঁড়াতে চাওয়া ডায়মন্ড হারবার আসন।

বৃহস্পতিবার ফুরফুরা শরীফে আইএসএফ-এর রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠকের শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন আইএসএফ-এর কার্যকরী সভাপতি সামসুর আলী মল্লিক। প্রার্থীরা হলেন, মালদা উত্তর কেন্দ্রে মহঃ সোহেল, জয়নগরে মেঘনাদ হালদার, মুর্শিদাবাদে হাবিব সেখ, বারাসাতে তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাটে মহঃ শইদুল ইসলাম মোল্লা, মথুরাপুরে অজয় কুমার দাস, শ্রীরামপুরে সাহরিয়ার মল্লিক এবং ঝাড়গ্রাম কেন্দ্রে বাপি সোরেন।

প্রথম দফায় ষোলো জন প্রার্থীর নাম ঘোষনা করেছিল বামফ্রন্ট। আইএসএফ এর সঙ্গে জোট সম্পর্কের কী হবে সে বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন জোট না, আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে।

আইএসএফ-এর দাবী ছিল তিনবার বামেদের সঙ্গে আলোচনা হয়েছে আসন রফা নিয়ে। তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছিল আইএসএফ নেতৃত্ব।

আরও পড়ুন: Dev-Hiran: ঘাটালে প্রচার লড়াইয়ে দেব-হিরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

বৃহস্পতিবার ফুরফুরায় সাংবাদিক বৈঠক করে আট আসনের প্রার্থীদের নাম ঘোষনা করে আইএসএফ।

ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায- এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও আজকের প্রথম পর্বের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়নি। নওশাদ জানিয়েছেন রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে, এখনও আলোচনার পথ খোলা আছে।

অন্যদিকে শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর প্রচার শুরু করে দিয়েছেন। সেই শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় জোটে জট তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

নওশাদের যুক্তি আইএসএফ-এর জন্ম হয়েছে ফুরফুরা থেকে। সেই ফুরফুরা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে। এছাড়াও শ্রীরামপুরের লোকসভার চন্ডীতলা, জাঙ্গিপাড়া, ডোমজুড়, জগৎবল্লভপুরের মত অনেক জায়গায় আইএসএফ-এর শক্তি আছে।

ফুরফুরা শরীফসহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে বাম আইএসএফ-কে জোট করে লড়াই করতে। লোকসভায় এসে সেই জোট ধাক্কা খেল।

আরও পড়ুন: Loksabha Election 2024: কেন বাদ কাজল শেখ? বিতর্ক দানা বাঁধতেই নির্বাচনী কমিটিতে জেলা সভাধিপতি!

তবে আইএসএফ নেতৃত্ব জানিয়েছে এখনও আলোচনার রাস্তা খোলা আছে।

নওশাদ বলেন, আমরা একটু এগিয়ে যাচ্ছি, বাম বা কংগ্রেস এগিয়ে আসবে এটা আমরা আশা করছি। আমরা প্রথম পর্বের তালিকা প্রকাশ করেছি। এরপর প্রয়োজন হলে দ্বিতীয় তৃতীয় হতে পারে।

এরমধ্যে তারা যদি জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি সব ঠিক হয়ে যাবে। জোটের ব্যাপারে আমরা ১০০ শতাংশ পজিটিভ আছি।

বামেরা যাদবপুর নিয়ে  সেন্টিমেন্টের কথা বলে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। কারন ওখানে একটা বিধানসভা শুধু জিতে আছি তা নয় অন্য কয়েকটি বিধানসভাতেও আইএসএফ-এর শক্তি ভালো আছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.