Municipal Election 2022: নারী সুরক্ষা থেকে নাগরিক পরিষেবার উন্নয়ন, আসানসোলে-চন্দননগরে বামেদের একগুচ্ছ প্রতিশ্রুতি

বিরোধীদের যথাযথ মর্যাদা দেওয়ার অভিনব প্রতিশ্রুতি

Updated By: Jan 14, 2022, 08:41 PM IST
Municipal Election 2022: নারী সুরক্ষা থেকে নাগরিক পরিষেবার উন্নয়ন, আসানসোলে-চন্দননগরে বামেদের একগুচ্ছ প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদন: ২২ জানুয়ারি আসানসোল এবং চন্দননগরে কর্পোরেশন নির্বাচন (Municipal Election 2022)। সেই নির্বাচনের আগে দলীয় ইশতেহার (Election Manifesto) প্রকাশ করল বামেরা (Left Front)। প্রতিশ্রুতি পত্রে নারী সুরক্ষা থেকে নাগরিকদের সার্বিক উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য থেকে এলাকার উন্নয়নের আশ্বাস লাল ব্রিগেডের।

'আসালসোলে এবার বাম' শীর্ষক ইশতেহারে (Election Manifesto) স্মার্ট আসানসোল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নদী সংস্কার, জল জমার সমস্যা দূরীকরণ, শহরের রাস্তাঘাটের উন্নয়ন,আলোর ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রে কর্পোরেশন স্কুলগুলোর উন্নয়ন, অনলাইন পড়াশোনার জন্য পাড়ায় পাড়ায় ওয়াইফাই টিউটোরিয়াল জোন তৈরির কথাও ইশতেহারে (Election Manifesto) রয়েছে। শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন, শৌচালয় নির্মাণ, শহরের সবুজায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আশ্বাস দিয়েছে বামেরা (Left Front)। একই সঙ্গে পাড়ায় পাড়ায় মহিলাদের সুরক্ষার ব্যবস্থা এবং বিরোধীদের যথাযথ মর্যাদা দেওয়ার অভিনব প্রতিশ্রুতি রয়েছে বামেদের ইশতেহারে (Left Front Election Manifesto) । 

চন্দননগরের ক্ষেত্রে প্রতি বরোতে শ্রমজীবী ক্য়ান্টিন এবং শ্রমজীবী বাজার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বামেরা (Left Front Election Manifesto)। ইশতেহারে ঘরে ঘরে পানীয় জল পৌঁছনো, জনবহুল এলাকায় সুলভ শৌচালয় নির্মাণ, রিক্সা-ভ্যান-হকারদের বিনা-ফি'তে লাইসেন্সে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। চন্দননগরের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বরোভিত্তিক হেলথ সেন্টার নির্মাণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ইউনিট, প্রয়োজনীয় আশা কর্মী নিয়োগ, বস্তিবাসীদের উন্নয়ন, কর ব্যবস্থার সরলীকরণেরও আশ্বাস দিয়েছেন বামেরা (Left Front Election Manifesto)। 

আরও পড়ুন: Amal Acharjee: দলে ফিরলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে! 'দলবদলু' নেতার বিরুদ্ধে অভিষেককে চিঠি জেলা নেতৃত্বের

আরও পড়ুন: Kalna Student Death Controversy: 'টিকা নিতেই পেটে ব্যথা, দুর্বল হয়ে যায় শরীর' ছাত্রের মৃত্যু ঘিরে জোর চাঞ্চল্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.