Royal Bengal Tiger: নদীর চরে বড় বড় পায়ের ছাপ! বাঘের আতঙ্ক এবার পাথরপ্রতিমায়

ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা।

Updated By: Jan 14, 2022, 08:15 PM IST
Royal Bengal Tiger: নদীর চরে বড় বড় পায়ের ছাপ! বাঘের আতঙ্ক এবার পাথরপ্রতিমায়

নিজস্ব প্রতিবেদন: কোন জঙ্গল থেকে বাঘ (Royal Bengal Tiger) বেরিয়েছে? নদীর চরে বড় বড় পায়ের ছাপ! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন বন দফতরের কর্মীরা। এখনও পর্যন্ত অবশ্য বাঘের দেখা মেলেনি। গোসাবার পর এবার আতঙ্ক ছড়াল পাথরপ্রতিমায় (Pathar Pratima)।

বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সুন্দরবনবাসীদের! স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে পাথরপ্রতিমা ব্লকের ঠাকুরান নদীতে জাল ফেলতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। নদীর চরে কে প্লটের পূর্ব শ্রীপতিনগরে বেশ কয়েকটি এলাকায় জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছন  রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। নদীর চরে ওই পায়ের ছাপগুলি যে বাঘেরই, তাতে কোনও সন্দেহ নেই তাঁদের। 

আরও পড়ুন: Kalna Student Death Controversy: 'টিকা নিতেই পেটে ব্যথা, দুর্বল হয়ে যায় শরীর' ছাত্রের মৃত্যু ঘিরে জোর চাঞ্চল্য

এদিকে ঠাকুরান নদীর উল্টোপাড়েই আবার আজমলমারি ও ঢুলিভাসানির জঙ্গল। সেক্ষেত্রে বাঘটি কোনও জঙ্গল থেকে বেরিয়েছে, তা বোঝা যাচ্ছে না। শুধু তাই নয়, বাঘটি লোকালয়েই রয়ে গিয়েছে নাকি জঙ্গলে ফিরে গিয়েছে, সেটাও স্পষ্ট নয়। আতঙ্ক রীতিমতো কাঁটা গ্রামবাসীরা। আপাতত জোরকদমে বাঘের সন্ধান চালাচ্ছেন বনকর্মীরা। এর আগে সোমবার গোসবার মথুরাখণ্ড এলাকায় ঢুকে পড়েছিল এক পূর্ণবয়ষ্ক বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগারের হামলা প্রাণ যায় বেশ কয়েকটি গবাদি পশুর।  ২ দিন পর শেষপর্যন্ত বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.