Bengal Weather: তেতে পুড়ে নাজেহাল বাংলা, আরও বাড়বে দাবদাহ! কোন কোন জেলায় লু সতর্কতা?

Weather Update: ইতিমধ্যেই তেতে পুড়ে নাজেহাল বাংলার মানুষ। আপাতত ৫ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এতটাই থাকবে যে দাবদাহের কারণে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরাসরি রোদে না যেতে বা কাজ না করতে পরামর্শ জারি আবহাওয়া দফতরের।

Updated By: Apr 15, 2024, 08:23 AM IST
Bengal Weather: তেতে পুড়ে নাজেহাল বাংলা, আরও বাড়বে দাবদাহ! কোন কোন জেলায় লু সতর্কতা?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: নববর্ষের প্রথম দিনেই ১ ডিগ্রি করে বাড়ল কলকাতার দিন ও রাতের তাপমাত্রা। প্রায় ৩৮ ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার পারদ। পশ্চিমের জেলায় ৪০ ছুঁয়ে ফেলল তাপমাত্রা। ১৭ বা ১৮ এপ্রিলের মধ্যে কলকাতার পারদ ৩৯ এর ঘরে পৌঁছে যাওয়ার ইঙ্গিত। খাতায় কলমে না হলেও কার্যত তাপ্রবাহের অনুরূপ বা ফিল লাইক পরিস্থিতিতে পড়ার মুখে দক্ষিণবঙ্গ। উত্তরে আপাতত বৃষ্টি বহাল। কাল উত্তরে বাড়বে বৃষ্টি। ১৯ এপ্রিল বৃষ্টি বিঘ্নিত নির্বাচন পর্ব হতে পারে উত্তরের একাধিক জেলায়।

ইতিমধ্যেই তেতে পুড়ে নাজেহাল বাংলার মানুষ। আপাতত ৫ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এতটাই থাকবে যে দাবদাহের কারণে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরাসরি রোদে না যেতে বা কাজ না করতে পরামর্শ জারি আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা  ইতিমধ্যেই গড়ে ২ ডিগ্রি করে বেড়েছে। আগামী ৭২ ঘন্টায় আরও ২ থেকে ৩  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে সেই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা খারিজ করেছে হাওয়া অফিস। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। দাবদাহ বাড়বে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ১৬ই এপ্রিল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০/৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। ১৯ এপ্রিল বৃষ্টি বিঘ্নিত ভোটদান পর্ব হতে পারে উত্তরের ৬ জেলায়।

শহর কলকাতায় পয়লা বৈশাখে দিনের তাপমাত্রা ৩৬.৯ থেকে বেড়ে ৩৭.৯ ডিগ্রি। অর্থাৎ বৈশাখের শুরুতেই প্রায় ৩৮ ছুঁয়ে ফেলল কলকাতার পারদ। ১৭ বা ১৮ তারিখ তা ৩৯ ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা। বাড়ল রাতের তাপমাত্রা। পরশু রাতে ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল রাতে তা বেড়ে দাঁড়াল ২৭.৯ ডিগ্রি। পয়লা বৈশাখে কলকাতায় দিনের ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি করে বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কাল সকালে অনেকটা বেড়ে ৯০ শতাংশ হয়ে যায়। বেলা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে যায় এবং লু -এর মতো শুষ্ক গরম বাতাস বইতে শুরু করে কলকাতায়। আজও প্রায় একই রকম থাকবে কলকাতার আবহাওয়া।

.