৭,৫০০ টাকারও কমে বাজারে এল সস্তা অ্যান্ড্রয়েড ওয়ান ফোন Nokia C3!

এক নজরে দেখে নেওয়া যাক Nokia C3-এর স্পেসিফিকেশন আর দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 5, 2020, 01:29 PM IST
৭,৫০০ টাকারও কমে বাজারে এল সস্তা অ্যান্ড্রয়েড ওয়ান ফোন Nokia C3!

নিজস্ব প্রতিবেদন: বাজারে এল সস্তা অ্যান্ড্রয়েড ওয়ান ফোন Nokia C3। ৪ অগাস্ট চিনে লঞ্চ হয়েছে এই ফোন। শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও চলে আসবে Nokia C3। চলতি বছরে লঞ্চ হওয়া Nokia C2-এর আপগ্রেড ভার্সন হল Nokia C3। একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Nokia C3-এর স্পেসিফিকেশন আর দাম...

Nokia C3-এর স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে দেওয়া হয়েছে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০ × ৭২০।

২) এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম, Unisoc SC9863 SoC প্রসেসর।

৩) এই ফোনে রয়েছে একটি রিয়ার ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর সঙ্গে LED ফ্লাশ। আর সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।

৪) সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

৫) এই ফোনে রয়েছে ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

আরও পড়ুন: অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার চিনা অ্যাপ সরিয়ে দিল Apple!

৬) এই ফোনে রয়েছে ৩,০৪০ mAh-এর ব্যাটারি চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটির ওজন ১৮৪.৫ গ্রাম।

৭) ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ-সহ এই ফোনের দাম বিশ্ব বাজারে ১০০ ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ৭,৪৮৬ টাকা)। নর্ডিক ব্লু এবং গোল্ড স্যান্ড কালারে পাওয়া যাবে।

.