প্রতারণার দায়ে ৫ বছরের হাজতবাস স্যামসাংয়ের উত্তরাধিকারীর

Updated By: Aug 25, 2017, 01:34 PM IST
প্রতারণার দায়ে ৫ বছরের হাজতবাস স্যামসাংয়ের উত্তরাধিকারীর

ওয়েব ডেস্ক : বেশ বিপাকে স্যামসাং। টেলিকম দুনিয়ায় অন্যতম বৃহত্ সংস্থা সামস্যাং। এবার সেই সংস্থার উত্তরাধিকারী প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হল।

প্রতারণার দায়ে ৫ বছরের হাজতবাস হল সামস্যাংয়ের উত্তরাধিকারী লি জে য়ং-এর। স্যামসাংয়ের অস্থায়ী চেয়ারম্যান পদে ছিলেন লি। দক্ষিণ কোরিয়ার তৃতীয় ধনী ব্যক্তিও হলেন তিনি। জানা গেছে, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন লি।

অভিযোগ, বিতারিত রাষ্ট্রপতি পার্ক গুয়েন হাইয়ের বন্ধুর সংস্থায় কোটি কোটি টাকা অনুদান দিয়েছিলেন লি। ঘুষ দিয়ে রাজনৈতিক ফায়দা লাভ ছিল তাঁর উদ্দেশ্য।

আরও পড়ুন, মহাকাশচারীদের জন্য মল-মূত্র দিয়ে খাবার বানাচ্ছে NASA!

.