ATM পিন কেন ৪ সংখ্যার হয়, জানেন?

টাকার দরকার পড়লেই আমরা সবাই সোজা ঢুঁ মারি কাছের ATM-এ। পকেট থেকে কার্ডটা বের করার অপেক্ষা মাত্র। যত টাকা দরকার, এবার ATM থেকে তুলে নাও। কিন্তু, টাকা তোলার সময় আমরা কেউ কি কখনও ভেবেছি, কেন ৪ সংখ্যার হয় ATM পিন? ৪ না হয়ে তো ৩ বা ৬ সংখ্যারও তো হতে পারত ATM পিন! কিন্তু, না।

Updated By: Apr 6, 2016, 08:57 PM IST
ATM পিন কেন ৪ সংখ্যার হয়, জানেন?

ওয়েব ডেস্ক : টাকার দরকার পড়লেই আমরা সবাই সোজা ঢুঁ মারি কাছের ATM-এ। পকেট থেকে কার্ডটা বের করার অপেক্ষা মাত্র। যত টাকা দরকার, এবার ATM থেকে তুলে নাও। কিন্তু, টাকা তোলার সময় আমরা কেউ কি কখনও ভেবেছি, কেন ৪ সংখ্যার হয় ATM পিন? ৪ না হয়ে তো ৩ বা ৬ সংখ্যারও তো হতে পারত ATM পিন! কিন্তু, না।

কেন ৪ সংখ্যার ATM  পিন?

এর একটা মজার উত্তর আছে। জন শেফার্ড ব্যারন যখন প্রথমবার ATM মেশিনের নকশা করেছিলেন, তখন তিনি ৬ সংখ্যারই পিন রেখেছিলেন। যার ফলে একদিকে কম্বিনেশন যেমন বেশি হয়, তেমনই তা জটিলও হয়। মনে রাখার পক্ষেও বেশ খটমট। আর এবিষয়ে প্রথম বাধ সাধেন শেফার্ডের স্ত্রী। তারপরেই ATM –এর পিন নেমে আসে ৪ সংখ্যায়।

.