Russia-Ukraine War: 'Ukraine-র পরিস্থিতি উদ্বেগজনক", দাবি China-র প্রধানমন্ত্রীর

বেজিং (Bejing) বার বার রাশিয়ার উপর পশ্চিমি দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ হিসাবে বর্ণনা করেছে।

Updated By: Mar 11, 2022, 10:36 AM IST
Russia-Ukraine War: 'Ukraine-র পরিস্থিতি উদ্বেগজনক", দাবি China-র প্রধানমন্ত্রীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চিনের (Chinese) প্রধানমন্ত্রী লি কেকিয়াং (Li Keqiang) শুক্রবার বলেছেন, ইউক্রেনের (Ukraine) পরিস্থিতি "উদ্বেগজনক" এবং যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া এবং ইউক্রেনকে সমর্থন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বার্ষিক সংসদীয় অধিবেশনের সমাপ্তির পরে একটি সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময়ে লি এই কথা বলেন। যদিও রাশিয়ার যাই করুক না কেন তার নিন্দা এছাড়াও নিষেধাজ্ঞার মুখে রাশিয়াকে আরও আর্থিক সহায়তা দিতে চিন প্রস্তুত কীনা সেই প্রশ্নও এড়িয়ে যান তিনি।

আরও পড়ুন: Russia-Ukraine War: কিয়েভ-অভিমুখী ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর হয়ে উঠতে চলেছে মৃত্যুপুরী! কেন জানেন?

চিন এবং রাশিয়ার মধ্যে একটি ক্রমবর্ধমান ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের নিন্দা করা অথবা এই আক্রমণকে আক্রমণ হিসেবে মানতে অস্বীকার করেছে চিন।

বেজিং (Bejing) বার বার রাশিয়ার উপর পশ্চিমি দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ হিসাবে বর্ণনা করেছে। তারা এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধানের আহ্বান জানিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.