যৌবন ধরে রাখতে ডায়াবেটিসের ওষুধ

বয়সের বলিরেখা কি আপনাকে চিন্তায় ফেলেছে? এই ওষুধ সেই ওষুধ, এই ক্রিম ওই ক্রিম, ওয়ার্কআউট, বিউটি পার্লারে সাপ্তাহিক চক্করেও কি চামড়ার অবাধ্য কোঁচকানো আর বাধ মানছে না? চুলের কৃষ্ণবর্ণও সফেদির দাপটে দিশাহারা? এই সব প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে আপনার সমস্যা সমাধানের এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ডায়াবেটিসের ওষুধ বার্ধক্য প্রতিরোধে ম্যাজিকাল ফলাফল দিতে পারে।

Updated By: Aug 5, 2013, 06:53 PM IST

বয়সের বলিরেখা কি আপনাকে চিন্তায় ফেলেছে? এই ওষুধ সেই ওষুধ, এই ক্রিম ওই ক্রিম, ওয়ার্কআউট, বিউটি পার্লারে সাপ্তাহিক চক্করেও কি চামড়ার অবাধ্য কোঁচকানো আর বাধ মানছে না? চুলের কৃষ্ণবর্ণও সফেদির দাপটে দিশাহারা? এই সব প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে আপনার সমস্যা সমাধানের এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ডায়াবেটিসের ওষুধ বার্ধক্য প্রতিরোধে ম্যাজিকাল ফলাফল দিতে পারে।
দীর্ঘদিন ধরে খুব কম ক্যালরির খাবার একটা সীমা পর্যন্ত যৌবনকে বেঁধে রাখার ক্ষমতা রাখে।
বিজ্ঞানীরা ইঁদুরের উপর পরীক্ষা করে দেখেছেন ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন ক্যালরি নিয়ন্ত্রণে কম ক্যালরি যুক্ত খাবের সমতুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে দীর্ঘদিন তরতাজা থাকে যৌবন।
যদিও এখনও পর্যন্ত বার্ধক্য প্রতিরোধে মানুষের দেহের উপর মেটফরমিনের প্রভাব পরীক্ষা করে দেখা হয়নি, কিন্তু বিজ্ঞানীরা আশা করছেন ইঁদুরের মতই এই ওষুধ মানুষের বয়সের ক্ষেত্রেও জাদু দেখাতে পারে।
টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য মেটফরমিন সারা বিশ্বে ব্যাপক ভাবে প্রচলিত একটি ওষুধ।
বাল্টিমোরের `ন্যাশনল ইন্সটিটিউট অন এজেইং`-এর বৈজ্ঞানিক রাফায়েল ডি কাবো দাবি করেছেন অল্প মাত্রায় মেটমরফিন বাড়িয়ে দিতে পারে জীবন সীমাও।
মানুষের ক্ষেত্রে যদি এই গবেষনা সাফল্য লাভ করে সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সঙ্গে কিন্তু বদলে যাবে অনেক কিছুই। বর্তমান পৃথিবীতে ক্রমবর্ধমান সৌন্দর্য এবং স্বাস্থ্য সচেতনতার নিয়ম কানুন এলোমেলো হয়ে যাবে। কতশত বিউটি প্রডাক্টের অকাল মৃত্যু হবে। ব্যবসা লাটে উঠবে বহু সৌন্দর্য বিশারদদের। এবং স্বাস্থ্য ও বয়সকে হাতে রাখতে দিনের পর দিন কম ক্যালরির বিস্বাদ খাওয়া থেকে মুক্তি পাওয়া যাবে।

.