ট্রাম্পের সিদ্ধান্তে এবার পাল্টা জবাব ইরানের

ট্রাম্পের সিদ্ধান্তের পাল্টা জবাব ইরানের। ইরানেও মার্কিন মুলুকের কোনও বাসিন্দাকে ঢুকতে দেওয়া হবে না। সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিদেশ মন্ত্রক। ইসলাম প্রধান ৭ দেশের মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুধু ইরান নয়, ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আবার সিদ্ধান্তে আমেরিকার পাশে দাঁড়িয়েছে ইজরায়েল।

Updated By: Jan 29, 2017, 11:09 AM IST
ট্রাম্পের সিদ্ধান্তে এবার পাল্টা জবাব ইরানের

ওয়েব ডেস্ক : ট্রাম্পের সিদ্ধান্তের পাল্টা জবাব ইরানের। ইরানেও মার্কিন মুলুকের কোনও বাসিন্দাকে ঢুকতে দেওয়া হবে না। সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিদেশ মন্ত্রক। ইসলাম প্রধান ৭ দেশের মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুধু ইরান নয়, ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আবার সিদ্ধান্তে আমেরিকার পাশে দাঁড়িয়েছে ইজরায়েল।

আরও পড়ুন- ট্রাম্পের সিদ্ধান্তে বিক্ষোভ জন এফ কেনেডি বিমানবন্দরে, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ভিসা থাকা নাগরিকরা মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবেন। ট্রাম্পের অভিবাসন  সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে একটি মার্কিন আদালত। মার্কিন এক নাগরিকের আদালতে মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত। ট্রাম্পের নির্দেশের পর রাতেই বিভিন্ন মার্কিন বিমান বন্দরে ভিসা থাকা সত্বেও আটকে দেওয়া হয় বহু শরণার্থীকে।

.