ক্ষমতাশীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পার্থীকে যে পুরুষরা ভোট দেবেন তাঁদের সঙ্গে মহিলারা যৌন সম্পর্কে যাবেন না, টুইটারে হুমকি টোকিওর নারী সংগঠনের

৯ ফেব্রুয়ারি টোকিওর গভর্নর নির্বাচন। আর নির্বাচনের আগে টুইটারে রীতিমত ফতোয়া দিলেন জাপানি মহিলাদের একটি গ্রুপ। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইয়োচি মাসুজোকে যে সমস্ত পুরুষ ভোট দেবেন তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবেন না বলে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টুইটারে এই গ্রুপে রয়েছেন ২০০৮ জন মহিলা।

Updated By: Feb 7, 2014, 11:16 AM IST

৯ ফেব্রুয়ারি টোকিওর গভর্নর নির্বাচন। আর নির্বাচনের আগে টুইটারে রীতিমত ফতোয়া দিলেন জাপানি মহিলাদের একটি গ্রুপ। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইয়োচি মাসুজোকে যে সমস্ত পুরুষ ভোট দেবেন তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবেন না বলে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টুইটারে এই গ্রুপে রয়েছেন ২০০৮ জন মহিলা।

৯ ফেব্রুয়ারি পরবর্তী গর্ভনরকে বেছে নিতে ভোট দেবেন টোকিওবাসী। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হচ্ছেন ইয়োচি মাসুজো। প্রধানমন্ত্রী সিনজো অ্যাবেও জোরকদমে প্রচার চালাচ্ছেন মাসুজোর হয়ে। জাপানের বেশিরভাগ সংবাদমাধ্যমও মাসুজোকে গভর্নর নির্বাচনে এগিয়ে রেখেছেন। প্রচারেও যথেষ্ট আত্মবিশ্বাসী প্রাক্তন স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী মাসুজো।

কিন্তু এতকিছুর মধ্যেও গভর্নর নির্বাচিত হওয়ার পথে ইয়োচির কাঁটা হয়ে দাঁড়িয়েছে টুইটারে জাপানি মহিলাদের একটি গ্রুপ। ওই মহিলারা সরাসরি হুমকি দিয়েছেন ,যে সমস্ত পুরুষ মাসুজোকে সমর্থন করবেন তাঁদের সঙ্গে কোনওরকম যৌনসম্পর্কে লিপ্ত হবেন না বলে।

মাসুজো সম্পর্কে জাপানি মহিলাদের ওই গ্রুপটির এত বিদ্বেষ কেন? ওই গ্রুপেরই এক সদস্যের দাবি মাসুজো একজন পুরুষতান্ত্রিক মানুষ। টোকিওর মত একটি শহরের গভর্নর হওয়ার কোনও যোগ্যতা মাসুজোর নেই বলেও দাবি করেছেন তিনি।

প্রশ্ন উঠতেই পারে এই অদ্ভুত চিন্তা ওই মহিলাদের মাথায় এল কী করে? গ্রুপের সদস্য আকিকো যোশিদার দাবি, গ্রীক নাটক লিসিসট্রাটা থেকে অনুপ্রাণিত হয়েছেন তাঁরা। নাটকে দুটি শহরের মধ্যে যুদ্ধ বিরতির লক্ষ্যে, স্পার্টা এবং এথেন্সের মহিলারা তাঁদের স্বামীদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে অস্বীকার করেছিলেন।

.