সারদার পর এবার চক্র গ্রুপ, ফের টাকা আত্মসাতের অভিযোগ

সারদার পর এবার চক্র গ্রুপ। ফের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল চিটফান্ট সংস্থার বিরুদ্ধে। অভিযোগ বারুইপুরের চক্র গ্রুপ নামে ওই চিটফান্ড সংস্থা গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলে।

Updated By: Apr 27, 2014, 04:32 PM IST

সারদার পর এবার চক্র গ্রুপ। ফের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল চিটফান্ট সংস্থার বিরুদ্ধে। অভিযোগ বারুইপুরের চক্র গ্রুপ নামে ওই চিটফান্ড সংস্থা গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলে।

বারুইপুর এলাকায় চক্র গ্রুপের প্রায় সাত হাজার এজেন্ট রয়েছেন। প্রত্যেক এজেন্ট পিছু রয়েছেন ৫০ জন গ্রাহক। ২০১১ সাল থেকে কাজ শুরু করে ওই সংস্থা। অভিযোগ টাকা পাওয়ার সময় হয়ে গেলেও কোনও গ্রাহকই টাকা পাচ্ছেন না। খোঁজ নেই সংস্থার মালিকেরও।

আতঙ্কে দিন কাটাচ্ছেন এজেন্টরা। গতবছর আত্মহত্যা করেন এক এজেন্ট। অভিযোগ থানায় গেলে প্রথমে কোনও অভিযোগই নিতে চায়নি পুলিস। এরপর চলতি বছরে আদালতের দ্বারস্থ হন গ্রাহকরা। অবশেষে বারুইপুর আদালতের নির্দেশে এপ্রিল মাসে অভিযোগ নেয় পুলিস। গোটা ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এজেন্ট-আমানতকারীরা।

.