ফের গড়বেতায় আক্রান্ত সিপিআইএম নেতা-কর্মীরা

ফের পশ্চিম মেদিনীপুরে সিপিআইএম সমর্থকদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

Updated By: Dec 8, 2011, 09:37 AM IST

ফের পশ্চিম মেদিনীপুরে সিপিআইএম সমর্থকদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
সিপিআইএম কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুর, বোমাবাজির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গড়বেতার বড়ঙ্গা গ্রাম। পুলিস গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার আগেই ঘটল বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। আতঙ্কে বেশ কয়েকজন বাসিন্দা গ্রাম ছেড়ে চলে গিয়েছেন বলে জানা গেছে। সিপিআইএম জেলা কমিটির সদস্য সনাতন মাঝির বাড়ি ঘিরে রাখে কয়েকশো সশস্ত্র লোক। অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক।
বুধবার রাতে সশস্ত্র তৃণমূল সমর্থকরা কার্যত গোটা বড়ঙ্গা গ্রামটিই ঘিরে ফেলে পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ। সনাতন মাঝির আত্মীয় টম মাঝির বাড়ি ভাঙচুর করা হয়েছে। সিপিআইএমের চন্দ্রকোণা লোকাল কমিটির সদস্য লক্ষ্মীকান্ত ঘোষের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এই বড়ঙ্গা গ্রামেরই বাসিন্দা সিপিআইএম কর্মী লক্ষ্মণ ঘোষকে মারধরের ঘটনাকে ঘিরে বুধবার বিকেল থেকে উত্তেজনা ছড়ায় এই এলাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা তাঁকে পিস্তলের বাঁট, বাঁশ-লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।
ওই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দীপক কুমার পাল নামে বিএ-প্রথম বর্ষের এক ছাত্র। তাঁকেও তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। লক্ষ্মণ ঘোষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।

.