বাড়ির মেঝে, কমোডে, রান্নাঘরে সারিসারি টাকার বাণ্ডিল! বালি পুরসভার সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়রের বাড়ি যেন কালো টাকার অবাধ রাজ্য

বাড়ির মেঝে খুঁড়তেই বেরিয়ে এল সারি সারি টাকার বান্ডিল। টাকা বোঝাই করে রাখা ছিল বাথরুমের কমোডে, এমনকি রান্নাঘরেও। অবাক করা এই ঘটনা হাওড়ার মালি পাঁচঘড়ার। পুর ইঞ্জিনিয়ারের বাড়িতে ম্যারাথন তল্লাসি চালিয়ে মিলল বারো কোটি টাকা। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনার গয়না। মেঝের মার্বেল সরাতেই টাকা। এক-আধটা নয়,সারি সারি টাকার বান্ডিল! বাথরুমে টাকা। রান্নাঘরেও টাকা।  না, গুপ্তধন নয়।  এভাবেই বাড়ির আনাচে কানাচে কালো টাকা  সযত্নে লুকিয়ে রেখেছিলেন পুর ইঞ্জিনিয়ার প্রণব অধিকারী। বালি পুরসভার সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়র প্রণববাবুর মালিপাঁচঘড়ার বাড়িতে শুক্রবার হানা দেয় রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখা।  গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিসের কম্যান্ডোরা।  আসেন দুর্নীতি দমন শাখার এডিজি রামফল পাওয়ারও।  দুপুর দুটো থেকে শুরু হয় ম্যারাথন তল্লাসি।

Updated By: Aug 15, 2015, 01:43 PM IST
বাড়ির মেঝে, কমোডে, রান্নাঘরে সারিসারি টাকার বাণ্ডিল! বালি পুরসভার সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়রের বাড়ি যেন কালো টাকার অবাধ রাজ্য

ব্যুরো: বাড়ির মেঝে খুঁড়তেই বেরিয়ে এল সারি সারি টাকার বান্ডিল। টাকা বোঝাই করে রাখা ছিল বাথরুমের কমোডে, এমনকি রান্নাঘরেও। অবাক করা এই ঘটনা হাওড়ার মালি পাঁচঘড়ার। পুর ইঞ্জিনিয়ারের বাড়িতে ম্যারাথন তল্লাসি চালিয়ে মিলল বারো কোটি টাকা। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনার গয়না। মেঝের মার্বেল সরাতেই টাকা। এক-আধটা নয়,সারি সারি টাকার বান্ডিল! বাথরুমে টাকা। রান্নাঘরেও টাকা।  না, গুপ্তধন নয়।  এভাবেই বাড়ির আনাচে কানাচে কালো টাকা  সযত্নে লুকিয়ে রেখেছিলেন পুর ইঞ্জিনিয়ার প্রণব অধিকারী। বালি পুরসভার সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়র প্রণববাবুর মালিপাঁচঘড়ার বাড়িতে শুক্রবার হানা দেয় রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখা।  গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিসের কম্যান্ডোরা।  আসেন দুর্নীতি দমন শাখার এডিজি রামফল পাওয়ারও।  দুপুর দুটো থেকে শুরু হয় ম্যারাথন তল্লাসি।

নিজে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার। তাই  রীতিমতো মাথা খাটিয়েই বাড়ির আনাচে কানাচে টাকা লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। যা দেখে রীতি মতো তাজ্জব তল্লাসিতে আসা অফিসারেরা। টাকা রাখার জন্য তৈরি করা হয়েছিল আস্ত একাট বাথরুম। কমোডের আড়ালে সরিয়ে রাখা হয়েছিল পাঁচশো ও হাজার টাকার বান্ডিল। প্রমাণ আকারের একটি ট্রাঙ্কেও ভরা যায়নি সব নোট

পরে ফের একটি বড় ট্রাঙ্ক আনা হয় প্রণব অধিকারীর বাড়িতে।

শুধু কি টাকা!  প্রণব অধিকারীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আস্ত একটা টাকা গোনার মেশিন। পাওয়া গিয়েছে টাকার বান্ডিল বাঁধার প্রায় এক কেজি সুতো, গার্টার।  প্রচুর সোনার গয়না।

কিন্তু কোথা থেকে এত টাকা পেলেন প্রণব অধিকারী? অভিযোগ, বাড়ি তৈরির পুর ছাড়পত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। শুক্রবার তাঁকে লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে পুলিস। তার পরেই তল্লাসি শুরু হয় তাঁর বাড়িতে।

 

.