ঝাড়গ্রামে জঞ্জাল সাফাই অভিযানে নেমেছেন সিআরপিএফ জওয়ানরা

ঝাড়গ্রামে জঞ্জাল সাফাই অভিযানে নেমেছেন সিআরপিএফ জওয়ানরা। শহরের হাসপাতাল, রাস্তা, স্টেডিয়াম সর্বত্র চলছে জওয়ানদের নাকাবন্দি। নোংরা-জঞ্জাল পেলেই ঝাঁপিয়ে পড়ছেন জওয়ানরা। জওয়ানরা আশাবাদী, মাওবাদী দমনের মত জঞ্জাল সাফাইয়েও সাফল্য মিলবে। আশাবাদী ঝাড়গ্রামের সাধারণ মানুষও।

Updated By: May 30, 2016, 06:20 PM IST
ঝাড়গ্রামে জঞ্জাল সাফাই অভিযানে নেমেছেন সিআরপিএফ জওয়ানরা

ওয়েব ডেস্ক: ঝাড়গ্রামে জঞ্জাল সাফাই অভিযানে নেমেছেন সিআরপিএফ জওয়ানরা। শহরের হাসপাতাল, রাস্তা, স্টেডিয়াম সর্বত্র চলছে জওয়ানদের নাকাবন্দি। নোংরা-জঞ্জাল পেলেই ঝাঁপিয়ে পড়ছেন জওয়ানরা। জওয়ানরা আশাবাদী, মাওবাদী দমনের মত জঞ্জাল সাফাইয়েও সাফল্য মিলবে। আশাবাদী ঝাড়গ্রামের সাধারণ মানুষও।

কোথাও কোনও ঝুট-ঝামেলার খবর নেই। সকালবেলায় আচমকা প্রায় শ-খানেক সিআরপিএফ জওয়ান উপস্থিত ঝাড়গ্রাম হাসপাতালে। সকাল সকাল এত জলপাই পোশাক দেখে কার না ভয় লাগে। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল। গুলি বন্দুকের ব্যপার নয়। জওয়ানরা শহর পরিস্কারে নেমেছেন। শান্ত জঙ্গলমহল। এবার অস্ত্রের পরিবর্তে হাতে ঝাঁটা তুলে নিয়ে অপারেশন সাফাইয়ে নেমেছেন জওয়ানরা।

জঙ্গলমহলে সিআরপিএফের ২৮টি ক্যাম্প রয়েছে। এরমধ্যে ১৮৪ নম্বর ব্যাটালিয়নে ঝাড়গ্রাম শহর জুড়ে সাফাই অভিযানে নেমেছে। মাওবাদী দমনের মত জঞ্জল সাফাই অভিযানেও সাফল্য মিলবে বলে আশাবাদী জওয়ানরা, অভিযানে খুশি ঝাড়গ্রামের সাধারণ মানুষ।

.