বাঁকুড়ায় ফের বুনো হাতিকে গুলি করে মারলেন বনকর্মীরা

বাঁকুড়ার বেলিয়াতোড়ে ফের আরও একটি বুনো হাতিকে গুলি করে মারলেন বনকর্মীরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর হাতি ধরতে আজ বেলিয়াতোড়ের মারথার জঙ্গলে অভিযান চালায় বনকর্মীরা। অভিযানে ছিল পাঁচটি কুনকি হাতি। বুনো হাতিকে চিহ্নিত করে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়লেও ঘায়েল হয়নি হাতিটি।

Updated By: Jul 31, 2016, 03:39 PM IST

ওয়েব ডেস্ক: বাঁকুড়ার বেলিয়াতোড়ে ফের আরও একটি বুনো হাতিকে গুলি করে মারলেন বনকর্মীরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর হাতি ধরতে আজ বেলিয়াতোড়ের মারথার জঙ্গলে অভিযান চালায় বনকর্মীরা। অভিযানে ছিল পাঁচটি কুনকি হাতি। বুনো হাতিকে চিহ্নিত করে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়লেও ঘায়েল হয়নি হাতিটি।

আরও পড়ুন- সাংসদ দেবের জ্যাঠার জমিতে ফের চাষে বাধার অভিযোগ

বরং তেড়ে আসে বনকর্মীদের দিকে। অবস্থা বেগতিক দেখে বুনো হাতিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিতেই হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বনকর্মীরা। মাসখানেক আগেও বেলিয়াতোড়ে একটি বুনো হাতিকে গুলি করে মারে বনদফতর। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল অভিযান।

আরও পড়ুন-অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোর করে মদ খাওয়ানোর অভিযোগ

.