চব্বিশ ঘণ্টার খবরের জের, পাঁচ দিন পর ইছাপুরের ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা নিতে উদ্যোগী পুলিস

২৪ ঘণ্টার খবরের জের। ঘটনার পাঁচ দিন পর অবশেষে উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে ধর্ষিতার মেডিক্যাল টেস্টের উদ্যোগ নিল পুলিস। পাশাপাশি ঘটনায় ধৃত লিটন বিশ্বাসের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিস। গৌড় বিশ্বাস নামে আরও এক অপরাধী এখনও ফেরার।ইছাপুরের লকগেটে দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী দুই যুবক। পুলিসে অভিযোগ দায়ের হয়। কিন্তু টানা চার দিন টিটাগড় থানার পুলিস কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ।

Updated By: Nov 11, 2013, 09:04 AM IST

২৪ ঘণ্টার খবরের জের। ঘটনার পাঁচ দিন পর অবশেষে উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে ধর্ষিতার মেডিক্যাল টেস্টের উদ্যোগ নিল পুলিস। পাশাপাশি ঘটনায় ধৃত লিটন বিশ্বাসের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিস। গৌড় বিশ্বাস নামে আরও এক অপরাধী এখনও ফেরার।ইছাপুরের লকগেটে দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী দুই যুবক। পুলিসে অভিযোগ দায়ের হয়। কিন্তু টানা চার দিন টিটাগড় থানার পুলিস কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ।
২৪ ঘণ্টায় শনিবার খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে বারাকপুর পুলিস। রবিবার টিটাগড়ের পুলিস অফিসারেরা কথা বলেন ধর্ষিতার সঙ্গে। ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয় বারাকপুর মহকুমা হাসপাতালে।
 
ঘটনায় লিটন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করলেও প্রথমে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে পুলিস। তবে চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের পর লিটন বিশ্বাসের বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণের মামলা। পুলিসের কাছে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা ছাত্রী। নিজের ও পরিবারের জন্যও যথাযথ নিরাপত্তার দাবি জানিয়েছে সে।
 

.