চা-বাগানে মৃত্যুমিছিল চলছেই

চা-বাগানে মৃত্যুমিছিল চলছেই। আজও সেই এক ছবি। রেডব্যাঙ্ক বাগানের শ্রমিক বিমি ওঁরাওয়ের মৃত্যু, তালিকায় নতুন সংযোজন। আজ বীরপাড়া হাসপাতালে মারা যান বছরসাতচল্লিশের বিমি। রেডব্যাঙ্ক চা বাগানের সেন্ট্রাল লাইনের বাসিন্দা ছিলেন তিনি। অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের অভিযোগ, দিনের পর দিন অর্ধাহার-অনাহারজনিত অপুষ্টির কারণে তাঁর এই অবস্থা। এই নিয়ে গত ন-দিনে শুধুমাত্র রেডব্যাঙ্ক চা বাগানেই মারা গেলেন চার জন শ্রমিক।   

Updated By: Dec 17, 2015, 12:19 PM IST
 চা-বাগানে মৃত্যুমিছিল চলছেই

ওয়েব ডেস্ক: চা-বাগানে মৃত্যুমিছিল চলছেই। আজও সেই এক ছবি। রেডব্যাঙ্ক বাগানের শ্রমিক বিমি ওঁরাওয়ের মৃত্যু, তালিকায় নতুন সংযোজন। আজ বীরপাড়া হাসপাতালে মারা যান বছরসাতচল্লিশের বিমি। রেডব্যাঙ্ক চা বাগানের সেন্ট্রাল লাইনের বাসিন্দা ছিলেন তিনি। অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের অভিযোগ, দিনের পর দিন অর্ধাহার-অনাহারজনিত অপুষ্টির কারণে তাঁর এই অবস্থা। এই নিয়ে গত ন-দিনে শুধুমাত্র রেডব্যাঙ্ক চা বাগানেই মারা গেলেন চার জন শ্রমিক।   
ফের চাবাগানে মৃত্যু ঘিরে চরমে সরকার-বিরোধী কাজিয়া। বিরোধীদের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতা। সরকার উন্নয়নে সবই করছে। দাবি তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর।
একের পর এক চাশ্রমিকের মৃত্যুর ঘটনায় ফের সরকারকেই কাঠগড়ায় তুললেন জীবেশ সরকার। চাবাগানের পরিকাঠামো তলানিতে। তবে খেলা উত্‍সবেই মেতে আছেন রাজ্যে নেতামন্ত্রীরা। তোপ সিপিএম নেতার।

 

.