ঠান্ডাই
হোলি আর ঠান্ডাই প্রায় সমার্থক শব্দ। ঠান্ডাই খেলেই মনে পড়ে হোলির কথা, আর হোলি এলেই মন কাঁদে ঠান্ডাইয়ের জন্য...
হোলি আর ঠান্ডাই প্রায় সমার্থক শব্দ। ঠান্ডাই খেলেই মনে পড়ে হোলির কথা, আর হোলি এলেই মন কাঁদে ঠান্ডাইয়ের জন্য...
কী কী লাগবে
দুধ-দেড় লিটার
চিনি-আধ কাপ
মৌরি-আধ চা চামচ
আমন্ড কুচি-১ টেবিল চামচ
কেসর-কয়েকটা
এলাচ গুঁড়ো-১ চা চামচ
শুকনো তরমুজের বীজ-১ চা চামচ
পোস্ত দানা-আধ চা চামচ
গোলাপ পাঁপড়ি-১/৪ কাপ
কীভাবে বানাবেন
দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিন। জলে মৌরি, তরমুজ বীজ, পোস্ত দানা ও গোলাপ পাঁপড়ি ভিজিয়ে রাখুন। জল থেকে তুলে একসঙ্গে বেটে নিন। বাটায় জল দিয়ে পাতলা কাপড়ে ছেঁকে নিন। একটা বাটিতে এই ছাঁকা জিনিসটা নিয়ে চিনি, এলাচ গুঁড়ো ও কেসর মেশান। এবারে এই মিশ্রণ দুধের মধ্যে দিয়ে ভাল ভাবে ক্রিমি হয়ে আসা পর্যন্ত ব্লেন্ড করুন।
ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিয়ে অথবা বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।