Air India Recruitment 2019: সুখবর! শতাধিক কর্মী নিয়োগে উদ্যোগী এয়ার ইন্ডিয়া
১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৮ বছর।
নিজস্ব প্রতিবেদন: বিমানে চাকরি করতে চান, তাহলে আপনার জন্য সুখবর, ১৮৫ জন এজেন্ট নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। নিয়োগ হবে ওয়াকইন ইন্টারভিউ-এর মাধ্যমে। তিন বছরের চুক্তিতে নিয়োগ। যোগ্যতা অনুযায়ী নি যে কোনও ভারকীয়রা আবেদন করতে পারেন।
শূন্যপদ: কাস্টমার এজেন্ট-১০০, কাস্টমার এজেন্ট/ব়্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি)-২৫। ইউটিলিটি এজেন্ট কাম ব়্যাম্প ড্রাইভার: ৬০।
যোগ্যতা: যোগ্যতা সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য জানুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল http://www.airindia.in/
আরও পড়ুন: SBI PO recruitment 2019: প্রোবেশন অফিসার নিয়োগ করবে এসবিআই, জেনে নিন বিস্তারিত
বেতনক্রম: কাস্টমার এজেন্ট এবং ব়্যাম্প সার্ভিস এজেন্টের ২০,১৯০ টাকা। ব়্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি)-র ১৮৩৬০টাকা। ইউটিলিটি এজেন্ট কাম ব়্যাম্প ড্রাইভারের ১৮,৩৬০টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: কাস্টমার এজেন্টের ইন্টারভিউ হবে ২৫ এপ্রিল। ব়্যাম্প সার্ভিস এজেন্ট/ব়্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি) পদের ইন্টারভিউ হবে ৩০ এপ্রিল ২০১৯। ইউটিলিটি এজেন্ট কাম ব়্যাম্প ড্রাইভার পদের ইন্টারভিউ ২ মে ২০১৯।
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: System and Training Division, airport gate no-5, Sahar, Andheri-E, Mumbai-400099
ইন্টারভিউয়ের দিন ফি বাবদ ৫০০টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে 'AIR INDIA AIR TRANSPORT SERVICES LTD'-এর অনুকূলে। ডিমান্ড ড্রাফটের পিছনে নিজের পুরো নাম ও ফোন নম্বর লিখতে হবে। তপশিলি জাতি/উপজাতি ও প্রাক্তন সেনা কর্মীদের আবেদন ফি দিতে হবে না।
http://www.airindia.in/writereaddata/Portal/career/728_1_1-Final-Draft-A... এই লিঙ্ক থেকে দরখাস্ত ডাউনলোড করুন