ট্রেনিং দিয়ে ৩০০ পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে এয়ারফোর্সে, রইল আবেদনের বিস্তারিত

অনলাইনে আবেদন করা যাবে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। 

Updated By: Nov 28, 2019, 11:49 PM IST
ট্রেনিং দিয়ে ৩০০ পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে এয়ারফোর্সে, রইল আবেদনের বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় বিমান বাহিনীতে এয়ার ফোর্স কমন অ্যাডমিশনের জানুয়ারি ২০২১ কোর্সে প্রশিক্ষণ দিয়ে প্রায় ৩০০ তরুণ-তরুণী অফিসার নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশন ও পার্মানেন্ট কমিশনে। নীচের যোগ্যতায় যেকোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন। 

বয়সসীমা: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে।

বেতনক্রম: ফ্লাইং অফিসার পদের ক্ষেত্রে মূল বেতন ৫৬১০০-১১০৭০০ টাকা। সঙ্গে মিলিচারি সার্ভিস পে ও আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। ফ্লাইং ক্যাডেটরা ট্রেনিং চলাকালীন ৫৬১০০টাকা করে প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। 

পরীক্ষার ফি: ২৫০ টাকা। এনসিসি স্পেশ্যাল এন্ট্রির ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে না। 

আবেদনের পদ্ধতি: https://careerindianairforce.cdac.in/ অথবা https://afcat.cdac.in/AFCAT/ লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। বৈধ মেল ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২৫ বছরের নীচের প্রার্থীদের অবশ্যই অবিবাহিত এবং ৫ বছরের ওপরের প্রার্থীদের বিবাহিত হতে হবে। যোগ্যতা শারীরিক মাপজোপ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আগামী ১ ডিসেম্বর ওয়েবসাইটে জানা যাবে। 

.