প্রকাশিত হল ICSE, ISC -র ফলাফল, দেশের প্রথম কলকাতার দেবাঙ্গ

প্রকাশিত হল ICSE, ISC -র ফলাফল, দেশের প্রথন কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র দেবাঙ্গ আগরওয়াল

Updated By: May 7, 2019, 04:33 PM IST
প্রকাশিত হল ICSE, ISC -র ফলাফল, দেশের প্রথম কলকাতার দেবাঙ্গ

নিজস্ব প্রতিবেদন: আজ, মঙ্গলবার প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষা (Indian School Certificate Examinations) আয়োজিত দশম শ্রেণি (ICSE) এবং দ্বাদশ শ্রেণির (ISC) পরীক্ষার ফলাফল ফলাফল। ফলাফল জানতে results.cisce.org এবং cisce.org এ ক্লিক করুন। 

আরও পড়ুন: প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন

১০০ শতাংশ নম্বর পেয়ে ISC-তে দেশে প্রথম হয়েছে কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র দেবাঙ্গ আগরওয়াল। আইসিএসই-তে দেশের মধ্যে দ্বিতীয় অন্বেষা চট্টোপাধ্যায়। অন্বেষা কলকাতার গার্ডেন হাইস্কুলের ছাত্রী। এই বছর, আইএসসিতে দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৬.৫২ শতাংশ। আইসিএসই-তে  দশম শ্রেণিতে দেশে প্রথম হয়েছে পঞ্জাবের জুহি কাজারিয়া। তার প্রাপ্ত নম্বর ৯৯.৬০ শতাংশ।

আইএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হয় এবং ২৫ মার্চ শেষ হয় এবং আইসিএসই পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ মার্চ।

চাকরি ও শিক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য পেতে এখানে ক্লিক করুন

 

.