Indian Army jobs 2019: আর্মি রিক্রুটমেন্ট র‌্যালিতে সরাসরি চাকরি ভারতীয় সেনায়

joinindianarmy.nic.in-ওয়েবসাইটে অ্যাডমিটকার্ড এভং অন্যান্য তথ্য পাওয়া যাবে। নিয়োগ সমাবেশের দিন প্রার্থীদের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

Updated By: Mar 1, 2019, 04:29 PM IST
Indian Army jobs 2019: আর্মি রিক্রুটমেন্ট র‌্যালিতে সরাসরি চাকরি ভারতীয় সেনায়

নিজস্ব প্রতিবেদন: 'ইন্ডিয়ান আর্মি'। গত কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম থেকে গুগল ট্রেন্ডিং-এ অন্যতম শব্দ এটি। দেশজুড়ে সেনাবাহিনীকে নিয়ে জয়ধ্বনি। টালমাটাল পরিস্থিতিতে যেভাবে লড়ে যাচ্ছেন তাঁরা, তা সত্যিই প্রশংসনীয়। বর্তমানে অনেকের কাছেই স্বপ্নের চাকরিই বটে। আপনিও কি সেই দলে? তাহলে আপনার জন্য সুখবর। অন্ধ্রপ্রদেশ, আসাম, ঝাড়খন্ড, চেন্নাই, রাজস্থান, নাগাল্যান্ড এবং পাঞ্জাবসহ দেশের একাধিক স্থানে মেগা রিক্রুটমেন্ট র‌্যালির আয়োজন করেছে ভারতীয়  সেনা। চলতি বছর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলবে এই মেগা নিয়োগ সমাবেশ। যে সমস্ত আবেদনকারীরা এই সমাবেশে যোগ দেবেন তাঁদের ফিজিক্যাল অ্যাডমিশন, মেডিক্যাল টেস্ট নেওয়া হবে।  এরপর হবে প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার তারিখ শীঘ্রই জানানো হবে। সমাবেশেই ভারতীয় সেনায় যাঁরা যোগ দিতে চান, সেই সমস্ত  প্রার্থীদের শারীরিক শক্তির পরীক্ষা এবং মেডিকেল টেস্ট করা হবে। বাছাই করা প্রার্থীদের একটি প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। joinindianarmy.nic.in-ওয়েবসাইটে অ্যাডমিটকার্ড এভং অন্যান্য তথ্য পাওয়া যাবে। নিয়োগ সমাবেশের দিন প্রার্থীদের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

যে সমস্ত তারিখ মনে রাখা দরকার

জেনে নিন  রিক্রুটমেন্ট র‌্যালির গুরুত্বপূর্ণ কিছু তারিখ

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি, সেকেন্দ্ররাবাদ: ৩০ মার্চ 

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি, রাজস্থান:  ২৫ মার্চ ২৬ মার্চ  ইন্দিরাগান্ধী স্টেডিয়াম, আলওয়ার। 

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি,  অরুণাচল প্রদেশ: ৭ মার্চ, আসাম

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি,  ত্রিপুরা: ৭ মার্চ, মারিয়ানি, আসাম

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি, রাঁচি: ১-১৫ এপ্রিল 

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি, লুধিয়ানা: ১০-২০ মার্চ 

আর্মি রিক্রুটমেন্ট র‌্যালি, আসাম: ২-৯ মার্চ, মারিয়ানি, আসাম

শিক্ষাগত যোগ্যতা:
সাধারণ সেনার জন্য প্রতি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ এবং মোট নম্বরে অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে।

স্টোর কিপার টেকনিক্যাল পদের জন্য প্রতি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর এবং সব মিলিয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে প্রার্থীদের।

বয়সসীমা:
আবেদনকারীর বয়সের উর্ধ্বসীমা ২১ বছর। ১৭ বছর পেরোলেই আবেদন করতে পারবেন যেকোনও প্রার্থী।

প্রবেশিকা পরীক্ষা: 
রিক্রুটমেন্ট র‌্যালিতে নির্বাচিত হওা প্রার্থীকে একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। 

জেনে নিন আবেদন করবেন কী ভাবে:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় নথি নিয়ে সঠিক সময় সমাবেশে উপস্থিত থাকতে হবে প্রার্থীকে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট:
মেডিক্যাল রিপোর্ট, মাধ্যমিক, উচ্চমাধ্যমিত পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ভোটার আইডি কার্ডসহ সমস্ত পরিচয় পত্র, ঠিকানার প্রমানপত্রসহ উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে প্রার্থী। 

.