EXPLAINED | Sheikh Hasina: বরফ গলছে! শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত? চিঠিতে জানাল...

Bangladesh: শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর আবেদন করে দিল্লিকে 'নোট ভার্বাল' দিয়েছিল ইউনুসের সরকার। এবার সেই চিঠিরই জবাব দিল ভারত। 

Updated By: Jan 4, 2025, 11:54 AM IST
EXPLAINED | Sheikh Hasina: বরফ গলছে! শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত? চিঠিতে জানাল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে আগেই 'নোট ভার্বাল' বা চিঠি দিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল। ইউনুস সরকারের বক্তব্য, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণের চুক্তি হয়েছিল, তাতেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশে। এবার সেই চিঠিরই জবাব দিল ভারত। 

আরও পড়ুন, Bangladesh: অবশেষে নিষ্পত্তি! বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের হস্তান্তর হবে সমুদ্রেই! কবে?

সাপ্তাহিক এক ব্রিফিংয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।’ অর্থাত্‍ হাসিনাকে পদ্মাপাড়ে ফেরানো নিয়ে এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই।

৭৭ বছর বয়সী শেখ হাসিনা তার ১৬ বছরের শাসনের পতন ঘটায় ছাত্র-নেতৃত্বাধীন ব্যাপক বিক্ষোভের পর বাংলাদেশে পালিয়ে আসার পর ৫ আগস্ট থেকে ভারতে বসবাস করছেন। হাসিনা বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ-সহ তার শাসনামলে প্রাণহানি সংক্রান্ত একাধিক মামলার মুখোমুখিও হচ্ছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা এবং একাধিক প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

তবে আরও কথা বলতে গিয়ে, জয়সওয়াল বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ন্যায্য বিচারের ওপর জোর দেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে এমইএ মুখপাত্র বলেন, ‘আমরা আগেই বলেছি, ওই ঘটনায় যাঁদের ধরা হয়েছে তাঁরা সুবিচার পাবেন। বিচার ন্যায্য হবে।’ তবে হাসিনাকে ফেরানো নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কে আঁচ পড়বে না বলেই মত ওপার বাংলার। ভারতের সঙ্গে যে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চাইছে, বুধবার সেই বার্তা দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও। 

আরও পড়ুন, Khaleda Zia: ফের পালাবদলের মুখে বাংলাদেশ? গোপনে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক সেনাপ্রধানের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.