শিক্ষানবিশদের জন্য সুখবর, ২৩০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল

আপনি কি শিক্ষানবিশ, তাহলে আপনার জন্য সুখবর। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী ২৩০ জন টেকনিক্যাল ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করুন আজই। আবেদন করার শেষ দিন ৮ অগাস্ট। 

Updated By: Jul 29, 2019, 03:53 PM IST
শিক্ষানবিশদের জন্য সুখবর, ২৩০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল

নিজস্ব প্রতিবেদন: আপনি কি শিক্ষানবিশ, তাহলে আপনার জন্য সুখবর। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী ২৩০ জন টেকনিক্যাল ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করুন আজই। আবেদন করার শেষ দিন ৮ অগাস্ট। 

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সবক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। (তপশিলি/উপজাতিদের ৪৫ শতাংশ)

ট্রেড অ্যাপ্রেন্টিস: এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে নিয়মিত পূর্ণ সময়ের আইটিআই।

আরও পড়ুন:  দশম শ্রেণি পাশ করলেই ভারতীয় নৌ বাহিনীতে চাকরি, বেতন প্রায় ১ লক্ষ টাকা

বয়সসীমা: ৩১ জুলাই  ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। 

প্রার্থীবাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

আবেদন পদ্ধতি: ট্রেড অ্যাপ্রেন্টিসদের http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/home.aspx লিঙ্কে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!regis... লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৮ অগাস্ট ২০১৯ পর্যন্ত। লেখা পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ অগাস্ট ২০১৯। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে https://www.iocl.com/ ওয়েবসাইটে। 

.