IIFT MBA-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১১ নভেম্বর, ২০১৯ থেকে। 

Updated By: Sep 10, 2019, 01:46 PM IST
IIFT MBA-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: আগামী ১ ডিসেম্বর হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড MBAপরীক্ষা। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১১ নভেম্বর, ২০১৯ থেকে। 

আবেদন করবেন কীভাবে: 

Step 1: অফিসিয়াল ওয়েবসাইট iift.ac.in-এ ভিজিট করুন

Step 2: ‘apply online’ লেখা লিঙ্কে ক্লিক করুন

Step 3: প্রয়োজনীয় তথ্য দিন

Step 4: সাবমিট লেখা অংশে ক্লিক করুন। 

Step 5: এবার ডাউনলোড করে রাখুন। পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখুন। 

প্রয়োজনীয় তারিখ: 

রেজিস্ট্রেশনের তারিখ: ৯ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর
অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: ১১ নভেম্বর
পরীক্ষার তারিখ: ১ ডিসেম্বর
ফলাফলের তারিখ: ১১ ডিসেম্বর, ২০১৯

বয়সসীমা: যেকোনও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারেন

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্য়ূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তির্ণ হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট
— জন্মের সার্টিফিকোট
— শিক্ষাগত যোগ্যতার পরিচয়পত্র
— কাজের অভিজ্ঞতা থাকলে সেই সার্টিফিকেট। 
— সংরক্ষিত প্রারিথীদের ক্ষেত্রে তাঁদের সার্টিফিকেট। 
— পাসপোর্ট মাপের ছবি
— সাক্ষরের স্ক্যান্ড কপি

IIFT প্রবেশিকার লেখা পরীক্ষায় থাকবে মাল্টিপল টাইপের প্রশ্ন। সময়সীমা ২ বছর। 

Tags:
.