প্রকাশিত হয়েছে NEET-এর সময়সূচি, জেনে নিন পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Updated By: Aug 26, 2019, 02:01 PM IST
প্রকাশিত হয়েছে NEET-এর সময়সূচি, জেনে নিন পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: ঘোষণা করা হল স্নাতকস্তরে ডাক্তারির সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষার (নিট)-এর তারিখ। পরীক্ষা পরিচালনাকারী কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে ২০২০-র ৩ মে দেশজুড়ে হবে নিট। প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৭ মার্চ থেকে।  ফলাফল জানা যাবে ৪ জুন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

চাকরি ও শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানুন এখানে

জানানো হয়েছে এবছরও নিট কম্পিউটারে নয়, পরীক্ষা হবে কাগজ-কলমেই। পরীক্ষা হবে ৩ ঘণ্টার। প্রশ্ন থাকবে ১৮০টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য় মিলবে ৪ নম্বর। পাশাপাশি প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে।  উল্লেখ্য, গত বছর নিটে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ লক্ষেরও বেশি। পরীক্ষা হয়েছিল ৫ মে। 

আরও পড়ুন: শতাধিক শূন্য়পদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত

ইউজিসি-নেট, ট্রেড, জয়েন্ট এন্ট্রান্স, ম্যানেজমেন্ট, ফার্মেসি, স্নাতকোত্তর আয়ুষ, সিএসআইআর-এগ্রিকালচার, জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার সমসসূচি প্রকাশ করেছে এনটিএ। এ ক্ষেত্রে নিট ছাড়া ১৬টি পরীক্ষার সবই হবে কম্পিউটার বেসড। 

Tags:
.