Gaza: ভয়ংকর! হাড়হিম! গাজায় বিমান হামলা, ঘুমের মধ্যেই চির ঘুমের দেশে ১৫০ জন...

Gaza: প্রসঙ্গত, গাজার যে সমস্ত 'সেফ জোন' যেগুলি চিহ্নিত করা হয়েছে। সেইগুলিতেও হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই কাতারে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Updated By: Jan 4, 2025, 08:08 PM IST
Gaza: ভয়ংকর! হাড়হিম! গাজায় বিমান হামলা, ঘুমের মধ্যেই চির ঘুমের দেশে ১৫০ জন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা উপত্যকায় মৃত্যু মিছিল এখনও অব্যাহত। গত দু'দিনে ইজরায়েলি বিমান বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫০ জন গাজাবাসির। শুক্রবার কমপক্ষে ৭৩ এবং বৃহস্পতিবার আরও ৭৭ মানুষ প্রাণ হারিয়েছেন। এই আক্রমণে মৃত্যু হয়েছে হামাসের পুলিস প্রধান মাহমুদ সালাহ আহত বহু। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। 

আরও পড়ুন: Mysterious Metal Ring: আকাশ থেকে এ কী পড়ল! জ্বলন্ত গ্রহাণু? মঙ্গলের পাথর? মহাশূন্যের আবর্জনা? ৫০০ কেজির...

জানা গিয়েছে, প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটিকে গুঁড়িয়ে দিতে এই আঘাত হানে ইজরায়েলি সেনা। কোথাও পরিকল্পনা ছিল জওয়ানদের উপর হামলা চালানোর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, গাজার ২৭টি স্বাস্থ্যকেন্দ্রে ১৩৬টি ইজরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এর ফলে সেখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন। 

প্রসঙ্গত, গাজার যে সমস্ত 'সেফ জোন' যেগুলি চিহ্নিত করা হয়েছে। সেইগুলিতেও হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই কাতারে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তার আগেই আক্রমণের তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। মাওয়াসি ক্যাম্পেই ছিল হামাসের পুলিস প্রধান মাহমুদ সালাহ এবং তাঁর সহকারী প্রধান হুসসাম শাহওয়ান। সেখানেই ইজরায়েলের বিমানবাহিনীর হামলায় মৃত্যু হয় তাঁদের। 

গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইজরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইজরায়েলি হামলায় ৪৫ হাজার ৬৫৮ প্যালেস্টাইনের মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.