মাত্র ২৫ হাজার টাকায় পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে স্পাইসজেট!

আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...

Updated By: Aug 28, 2019, 02:20 PM IST
মাত্র ২৫ হাজার টাকায় পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে স্পাইসজেট!
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: যে কোনও বিষয়ে স্নাতক হতে গেলে তিন বছর সময় লেগে যায়। পড়াশুনার খরচও সব মিলিয়ে অন্তত ৪০ হাজার টাকা। স্নাতক হলেই যে চাকরি মিলবে, তার কোনও নিশ্চয়তা নেই। সুতরাং, স্নাতকোত্তর পঠনপাঠনের প্রস্তুতি শুর করে দিতে হয়। আর তার জন্য প্রয়োজন আরও টাকার। কিন্তু আপনার যদি আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, যদি পাইলট হতে চান, তাহলে মাত্র ২৫ হাজার টাকায় সেই স্বপ্নপূরণের সুযোগ দিচ্ছে স্পাইসজেট!

আবেদন ও স্ক্রিনিংয়ের খরচ বাবদ মোট ২৫ হাজার টাকা (৫ হাজার + ২০ হাজার) দিতে হবে ইচ্ছুক আবেদনকারীকে। আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

আবেদনের শর্ত:
১) আবেদনকারীর বয়স ১৭ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া চাই।

২) শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করতে হবে।

৩) উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ফলাফলে ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং গণিতে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পাওয়া চাই।

৪) আবেদনকারীর উচ্চ নূন্যতম ১৫৮ সেন্টিমিটার (প্রায় ৫ ফুট ২ ইঞ্চি) হওয়া চাই।

৫) আবেদনকারীকে ইংরেজি ভাষায় কথা বলা বা লেখার ক্ষেত্রে দক্ষ হতে হবে।

আরও পড়ুন: দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের ভাড়া ২৫ শতাংশ কমানোর ভাবনা রেলের

মোট চারটি পর্যায়ে কম্পিউটারে প্রশিক্ষণ ও পরীক্ষার পর চূড়ান্ত পর্বে ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী কিউ-৪০০ বিমানের জন্য অথবা বি-৭৩৭ বিমানের চালক হিসাবে বেছে নেওয়া হবে। এ বিষয়ে সবিস্তারে জানতে ক্লিক করুন স্পাইসজেটের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে লগইন করে ওটিপি যাচাইয়ের পর অনলাইলে আবেদনপত্রটি উপযুক্ত তথ্য দিয়ে ভরে ফেলার পর রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর আবেদনকারীকে প্রশিক্ষণের জন্য ডাকা হবে। তাহলে আর দেরি না করে আবেদন করে ফেলুন আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে।

.