শুরু হচ্ছে WBCS পরীক্ষার আবেদন, জেনে নিন বিস্তারিত
নীচের যোগ্যতায় যেকোও ভারতীয়রা আবেদন করতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি ২০২০-তে।
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS)এগজামিনেশন ২০২০-র জন্য আবেদন শুরু হবে ৫ নভেম্বর সকাল ১১টা থেকে, চলবে ২৫ নভেম্বর ২০১৯ রাত ১২টা পর্যন্ত। নীচের যোগ্যতায় যে কোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি ২০২০-তে।
যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় গ্রাজুয়েট ডিগ্রি। বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে। (নেপালি ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।)
আবেদন ফি: ২১০ টাকা। বাড়তি সার্ভিস চার্ড। রাজ্যের তপশিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না। অফলাইনে চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে না। অফলাইনে আবেদন ফি জমা দিলে চালান জেনারেট করতে হবে ২৫ নভেম্বর, ২০১৯-এর মধ্যে।
বেতনক্রম: গ্রুপ এ: পে ব্যান্ড ফোর এ অনুযায়ী বেতন দেওয়া হবে ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
আবেদনের পদ্ধতি: http://pscwbapplication.in/ ওয়েবসাইটে গিয়ে নিজের জন্য আবেদন করতে হবে। নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করার আগে 'ওয়ান টাইম এনরোলমেন্ট' স্কিমে নাম নথিভূক্ত করতে হবে।
অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন pscwbapplication.in ওয়েবসাইট থেকেই।