বাইপ্যাপে এ সামান্য উন্নতি! সৌমিত্রের অবস্থা এখনও সঙ্কটজনক, কিন্তু স্থিতিশীল

 জানা যাচ্ছে, ইলেক্ট্রোলাইট পারমিটার গুলো স্বাভাবিক নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Oct 13, 2020, 05:25 PM IST
বাইপ্যাপে এ সামান্য উন্নতি! সৌমিত্রের অবস্থা এখনও সঙ্কটজনক, কিন্তু স্থিতিশীল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: লড়ছেন অপরাজিত। সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখনই ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে না, যদিও সঙ্কটেই  সৌমিত্র। অভিনেতার সোডিয়াম-পটাশিয়াম লেভেল খারাপ। ব্যাইপ্যাপে সামান্য উন্নতি হয়েছে তাঁর। ফুসফুস কোন মাত্রায় কাজ করছে, পর্যবেক্ষণ করছেন চিকিত্‍সকরা। জানা যাচ্ছে, ইলেক্ট্রোলাইট পারমিটার গুলো স্বাভাবিক নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: বেলাঘাটার বিস্ফোরণে নয়া মোড়! বহিরাগত নয়, ক্লাবেই মজুত ছিল ক্রুড বোমা

এরমধ্যে স্নায়বিক সমস্যার উন্নতি হয়নি। রয়েছে অস্বস্তি, তন্দ্রাভাব। অঙ্গপ্রত্যঙ্গ  ঠিক  কাজ করলেও নতুন করে জ্বরে উদ্বেগ। একাধিক কোমর্বিডিটি ভাবাচ্ছে চিকিত্সকদের। MRI রিপোর্ট   স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করে  অক্সিজেনের মাত্রা বাড়াতে রাতেই বাইপ্যাপ। দ্রুত স্নায়বিক উন্নতি না হলে ভেন্টিলেশনের ভাবনা মেডিক্যাল টিমের। 

.