১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন দেব
১৪ ফেব্রুয়ারি দিনটিকে অনেকেই আবার Black Day হিসাবেই চিহ্নিত করেন।
নিজস্ব প্রতিবেদন : ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার এই দিনটিতে অনেকেই হয়ত ভ্যালেন্টাইন'স ডে হিসাবে সেলিব্রেট করতে ব্যস্ত। তবে গত বছর এই ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃ্ত্যু হয় ৪০ জন বীর জওয়ানের। তাই এই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে অনেকেই আবার Black Day হিসাবেই চিহ্নিত করেন।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে-তে পুলওয়ামা হামলায় সেই সমস্ত শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানেলেন সাংসদ অভিনেতা দেব। নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেতা লেখেন, ''গতবছর আজকের দিনেই প্রাণ দিয়েছিলেন দেশের ৪০জন বীর সৈনিক, পুলওয়ামা হামলায় নিহত সেই সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা, দেশের প্রতি তাদের ভালোবাসা ও আত্মত্যাগ চিরকাল অমর হয়ে থাকুক।''
আরও পড়ুন-পুজোয় 'কিশমিশ' বিলির পরিকল্পনা দেব-রুক্মিণীর
দেবের এই টুইটের নিজে কমেন্ট করেছেন অনেকেই।
আরও পড়ুন-ভোল পাল্টে নতুন লুকে বুলেট চড়ে হাজির 'কৃষ্ণকলি' শ্যামা!
তবে শুধু গত বছর পুলওয়ামা হামলা ও ৪০ জন শহিদ জওয়ানের মৃত্যুর জন্যই নয়, ১৯৩১ সালে এই ১৪ ফেব্রুয়ারি দিনটিতেই ভগত সিং, রাজগুরু ও সুখদেব-এর ফাঁসি হয়েছিল। তাই বহু আগে থেকেই ১৪ ফেব্রুয়ারি এই দিনটি ভারতের কাছে Black Day হয়ে রয়ে গিয়েছে।
আরও পড়ুন-সদ্যোজাতকে পরম যত্নে জড়িয়ে ধরেছেন কোয়েল, ছবি পোস্ট অভিনেত্রীর