২৫ দিন পেরেলো অরিন্দম শীলের হর হর ব্যোমকেশ
২৫ দিন পেরেলো অরিন্দম শীলের হর হর ব্যোমকেশ। প্রত্যাশা ছিল প্রথমথেকেই, তবে বাংলা পেরিয়ে এত দ্রুত জাতীয়স্তরে এই ছবি পৌছে যাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক অরিন্দম শীল। বছরশেষে মুক্তি। রমরমিয়ে বাজার। আর নতুন বছরের শুরুতে বাংলা ছাপিয়ে এবার জাতীয়স্তরেও পৌছে গেল অরিন্দম শীলের ব্যোমকেশ। মুম্বই,দিল্লী,ব্যাঙ্গালোর,পুণে তে গত শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি। তিনদিন ধরেই অরিন্দমের ব্যোমকেশ দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা। ব্যাঙ্গালোরে মুক্তির প্রথম দুদিনই হাউসফুল। প্রায় হাইসফুল যাচ্ছে অন্যান্য জায়গাতেও। স্বাভাবিকভাবেই ব্যবসায়িক দিক থেকে চড়চড়িয়ে বাড়ছে টাকার অঙ্কের পরিমাণ। ২০১৫ র ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি, বছরের সেরা হিট তিন কোটির ব্যবসা করা বেলাশেষেকে প্রায় ছুঁই ছুঁই। আজ পঁচিশ দিনে পা দিল এই ছবি। আশা রাখব এইভাবেই অরিন্দমের ব্যোমকেশ দাপিয়ে বেড়াবে বক্সঅফিসে।
ওয়েব ডেস্ক: ২৫ দিন পেরেলো অরিন্দম শীলের হর হর ব্যোমকেশ। প্রত্যাশা ছিল প্রথমথেকেই, তবে বাংলা পেরিয়ে এত দ্রুত জাতীয়স্তরে এই ছবি পৌছে যাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক অরিন্দম শীল। বছরশেষে মুক্তি। রমরমিয়ে বাজার। আর নতুন বছরের শুরুতে বাংলা ছাপিয়ে এবার জাতীয়স্তরেও পৌছে গেল অরিন্দম শীলের ব্যোমকেশ। মুম্বই,দিল্লী,ব্যাঙ্গালোর,পুণে তে গত শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি। তিনদিন ধরেই অরিন্দমের ব্যোমকেশ দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা। ব্যাঙ্গালোরে মুক্তির প্রথম দুদিনই হাউসফুল। প্রায় হাইসফুল যাচ্ছে অন্যান্য জায়গাতেও। স্বাভাবিকভাবেই ব্যবসায়িক দিক থেকে চড়চড়িয়ে বাড়ছে টাকার অঙ্কের পরিমাণ। ২০১৫ র ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি, বছরের সেরা হিট তিন কোটির ব্যবসা করা বেলাশেষেকে প্রায় ছুঁই ছুঁই। আজ পঁচিশ দিনে পা দিল এই ছবি। আশা রাখব এইভাবেই অরিন্দমের ব্যোমকেশ দাপিয়ে বেড়াবে বক্সঅফিসে।