ফের চলচ্চিত্রে ভারত সেরা বাংলা, সৃজিতকে সেরার শিরোপা

 'চতুষ্কোণ' ছবি পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হলেন সৃজিৎ মুখোপাধ্যায়।

Updated By: Mar 24, 2015, 06:03 PM IST
ফের চলচ্চিত্রে ভারত সেরা বাংলা, সৃজিতকে সেরার শিরোপা

ওয়েব ডেস্ক: ফের চলচ্চিত্রে ভারত সেরা বাংলা। 'চতুষ্কোন' ছবির জন্য এবছরের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সম্মানিত হলেন পরিচালক সৃজিত্‍ মুখোপাধ্যায়। সেরা চিত্রনাট্য ও সিনেমাটোগ্রাফির পুরস্কারও ছিনিয়ে নিয়েছে চতুষ্কোন। সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে নির্বাসিত। আজ নয়াদিল্লিতে ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপকদের নাম ঘোষিত হয়েছে। সেরা হিন্দি ছবির সম্মান পাচ্ছে 'কুইন'। 'কুইন'-এর জন্যই  সেরা অভিনেত্রী  কঙ্কনা রানাওয়াত।  জনপ্রিয়তম ছবির সম্মান যাচ্ছে হিন্দি ছবি মেরি কমের ঝুলিতে।  কন্নড় ছবি নানু আভানাল্লা আভালুর জন্য সেরা অভিনেতা বিজয়। বেস্ট ডেবিউ ফিল্মের সম্মানও এসেছে বাংলার ঝুলিতেই। সেরা ডেবিউ ছবি হয়েছে আসা যাওয়ার মাঝে। পরিচালক আদিত্য সেনগুপ্ত।  সেরা ফিচার ফিল্ম হল 'কোর্ট'। আগামী ৩ মে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

 

.