৬৬তম জাতীয় পুরস্কারে বাঙালির প্রাপ্তি
সেরা বাংলা ছবি ছাড়াও সেরা গায়ক, সেরা সংলাপ, সেরা পরিচালকের পুরস্কারও এবার বাংলা ও বাঙালির দখলে।
নিজস্ব প্রতিবেদন: ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার বাংলার জয় জয়কার। বাংলা ও বাঙালির হাত ধরে এল ৭টি জাতীয় পুরস্কার। সেরা বাংলা ছবি ছাড়াও সেরা গায়ক, সেরা সংলাপ, সেরা পরিচালকের পুরস্কারও এবার বাংলা ও বাঙালির দখলে।
শুক্রবার দিল্লির শাস্ত্রী ভবনে ঘোষণা করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে তুলে দেওয়া হল এই পুরস্কার। যেখানে সেরা বাংলা ছবি হিসাবে ঘোষণা করা হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা'। এখানেই শেষ নয়, সেরা সংলাপের পুরস্কার পায় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছবি 'তারিখ'। সেরা নবাগত পরিচালক হিসাবে ঘোষিত হয় সাগ্নিক চট্টোপাধ্যায়ের নাম। 'পদ্মাবত' ছবিতে 'বিনতে দিল' গানের জন্য সেরা গায়ক নির্বাচিত হন বাংলার অরিজিৎ সিং। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায় ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি 'কেদারা'। আবার 'উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক'-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পান আদিত্য ধর এবং সেরা সাউন্ড ডিজাইনিংয়ের পুরস্কার পান বিশ্বদ্বীপ চট্টোপাধ্যায়। এরাঁও যে বাঙালি।
Best Music Direction Award goes to Sanjay Leela Bhansali for Padmaavat pic.twitter.com/8XFWsuWn48
— PIB India (@PIB_India) August 9, 2019
৬৬তম জাতীয় পুরস্কারের মঞ্চে সব মিলিয়ে বাংলা ও বাঙালির দখলে এসেছে ৭টি পুরস্কার।