সিলভেস্টার স্ট্যালনের গাড়ি কিনতে চান? সুযোগ রয়েছে ২৮ জুলাই পর্যন্ত!
জানা গিয়েছে, এই গাড়িটি ১৯৮০ সাল নাগাদ ব্যাবহার করতেন স্ট্যালন।
নিজস্ব প্রতিবেদন: একটা সময় দেশ-বিদেশের লক্ষ লক্ষ মহিলার রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন হলিউড হার্টথ্রব, সুপার হিট অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালন। এখনও ৭৩ বছর বয়সী এই সুপারস্টারকে এক ঝলক দেখার জন্য পাগল দেশ-বিদেশের হাজার হাজার সেলিব্রিটিও। ‘র্যাম্বো’, ‘রকি’, ‘কোবরা’ থেকে শুরু করে হালফিলের ‘এক্সপ্যান্ডেবলস’-এর মতো একাধিক সুপার হিট অ্যাকশন ছবির নায়ক, প্রযোজক ব্যবহৃত একটি গাড়ি নিলামে উঠেছে। আর এই গাড়িটি কেনার জন্য নিলাম অংশ নেওয়ার সুযোগ রয়েছে রবিবার, ২৮ জুলাই পর্যন্ত!
আরও পড়ুন: 'অসহিষ্ণুতা' ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি, ফের খুনের হুমকি পেলেন অনুরাগ কাশ্যপ
‘ক্যাটাউইকি’ নামের একটি অনলাইন নিলাম সংস্থা স্ট্যালোনের ব্যবহৃত ‘১৯৬৫ ফোর্ড মাস্টাং’ গাড়িটি নিলামে তুলেছে। জানা গিয়েছে, এই গাড়িটি ১৯৮০ সাল নাগাদ ব্যাবহার করতেন স্ট্যালন। ‘ক্যাটাউইকি’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই একই পুরনো নম্বর প্লেট-সহ ‘১৯৬৫ ফোর্ড মাস্টাং’ গাড়িটি নিলামে তোলা হয়েছে। গাড়িটির দাম নিলামে ৫৫ হাজার থেকে ৮৫ হাজার ইউরো পর্যন্ত উঠতে পারে বলে মত নিলাম সংস্থা ‘ক্যাটাউইকি’-এর। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম প্রায় ৪২ লক্ষ টাকা থেকে ৬৫.২ লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে। যিনি এই গাড়িটি শেষমেশ কিনবেন, তিনি সিলভেস্টার স্ট্যালনের সই করা একটি শংসাপত্রও পাবেন ‘ক্যাটাউইকি’-এর পক্ষ থেকে।