মন কাড়ল এককশিল্প উত্সব
মনোলোগাস। স্বতন্ত্র শিল্পের পরিকাঠামো তৈরি করতেই দীর্ঘ চার বছরের মতো এবছরও শুরু হল দুদিন ব্যাপী সোলো আর্ট ফেস্টিভ্যাল। রবিবার আইসিসিআরে শেষদিনের অনুষ্ঠানে ২৪ ঘণ্টা।
ওয়েব ডেস্ক: মনোলোগাস। স্বতন্ত্র শিল্পের পরিকাঠামো তৈরি করতেই দীর্ঘ চার বছরের মতো এবছরও শুরু হল দুদিন ব্যাপী সোলো আর্ট ফেস্টিভ্যাল। রবিবার আইসিসিআরে শেষদিনের অনুষ্ঠানে ২৪ ঘণ্টা।
আরও পড়ুন- ফের একসঙ্গে দেখা যেতে চলেছে শাহরুখ-আমিরকে
পাঁচ এ পা দিল সোলো আর্ট ফেস্টিভ্যাল। এককশিল্প উত্সব। তাই এই উত্সবে মঞ্চে দেখা গেল শিল্পীদের একক পারফরমেন্স। দ্বিতীয়দিনে দেখা গেল রূপঙ্কর ও দেবশঙ্কর হালদারের পারফরমেন্স। মঞ্চে তাঁদের সম্মানিত করতে উপস্থিত সুদীপ্তা চক্রবর্তী।
নিজের কম্পোজিশনে করা বেশ কিছু গান গাইলেন রূপঙ্কর। আর প্রথমবার মঞ্চে গল্প পাঠ দেবশঙ্কর হালদারের। বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত উপন্যাস দুঃখে কেওড়া নাটকীয়তার সঙ্গে দর্শকের সামনে পরিবেশন করলেন এই অভিনেতা।