‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখে কী বললেন আমির খান?
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সুপারস্টার আমির খান। রণবীরকে গ্রেট আর্টিস্টও বললেন।
![‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখে কী বললেন আমির খান? ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখে কী বললেন আমির খান?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/30/69266-amir-30-10-16.jpg)
ওয়েব ডেস্ক: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সুপারস্টার আমির খান। রণবীরকে গ্রেট আর্টিস্টও বললেন।
আরও পড়ুন ৩০ অক্টোবর যে তিন কারণে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে কিছুদিন ধরেই বেশ বিতর্ক তৈরি হয়েছিল। ছবি মুক্তি নিয়েও সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে অবশেষে ছবি মুক্তি পায়। ছবি দেখে আমির খান জানান, ‘ছবিটা দারুন হয়েছে। করণ স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছে। রণবীর, অনুষ্কার, ঐশ্বর্য প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। দারুন ছবি। অবশ্যই প্রত্যেকের দেখা উচিত্।‘
মিস্টার পারফেকশনিস্টের কাছে এমন সার্টিফিকেট পাওয়ার পর খুশিতে মেতে উঠেছে গোটা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ টিম।