নিজস্ব প্রতিবেদন: এক ঝটকায় যেন বয়সটা অনেকটা বেড়ে গেল আমির খানের। সম্প্রতি, বৃদ্ধ আমিরের একটি ছবি ও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে। কীভাবে বছর ৫৪-র অভিনেতাকে পটচুলা পরিয়ে, নকল পেট লাগিয়ে ও মেকআপের মাধ্যমে বৃদ্ধ বানানো হয়েছে। আমিরের এই লুক তৈরি করার জন্য কাজ করেছে বেশ কয়েকজন মেকআপ আর্টিস্ট। যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমির টুইটারের লিখেছেন, ''Coming Soon...aapke phone pe... ''



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে 'ফোন পে' অ্যাপের বিজ্ঞাপনের জন্যই এমন বৃদ্ধ লুক নিয়েছেন আমির। দেখুন সেই বিজ্ঞাপনের ঝলক...যেখানে বৃদ্ধ আমিরকে বলতে দেখা যাচ্ছে, ''আজকাল ফোন পে অ্যাপে কী না করা যায়। ''


আরও পড়ুন-রং মেখে ভূত! রাজের সঙ্গে জমিয়ে দোল খেললেন শুভশ্রী


তবে এই প্রথম নয়, 'মিস্টার পারফেক্টশনিস্ট' আমির সিনেমা এবং বিজ্ঞপনের শ্যুটের জন্য এর আগেও বহুবার নিজের লুক চেঞ্জ করেছেন। যেমন 'গজনি' , 'ঠগস অফ হিন্দুস্থান' সহ বহু ছবির জন্য লুক চেঞ্চ করেছিলেন আমির। আবার কখনও বিজ্ঞাপনের জন্যও তাঁকে লুক চেঞ্জ করতে দেখা গিয়েছিল। এর আগে বিজ্ঞাপনের প্রয়োজনে পঞ্জাবি গ্রামবীস, বাঙালি, জাপানি, নেপালি, বিহারি ব্যবসায়ী সহ বিভিন্ন লুকে দেখা গেছে আমিরকে। সম্প্রতি পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে একটি বিজ্ঞাপনে গুজরাতি ব্যক্তির চরিত্রেও দেখা গেছে আমিরকে।


প্রসঙ্গত, খুব শীঘ্রই 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিং শুরু করবেন আমির। 


আরও পড়ুন- এই রাজনৈতিক দলের হয়ে লোকসভার ভোট প্রচারে সলমন?